পার্ক স্ট্রিটে প্রযোজনা সংস্থার অফিসে ডাকাতির ঘটনায় গ্রেফতার ২

0
1

রফি আহমেদ কিদওয়াই রোডে প্রযোজনা সংস্থার অফিসে দুষ্কৃতী তাণ্ডব এবং লক্ষাধিক টাকা লুটপাটের ঘটনায় বিনোদ এবং আফতাবউদ্দিন নামে দুজনকে গ্রেফতার করলো পুলিশ (KP)। ধৃতদের মধ্যে বিনোদ প্রযোজনা সংস্থার মালিকের পূর্ব পরিচিত বলে জানা গেছে। তিনিই এই ঘটনার মাস্টারমাইন্ড। দুজনকে জেরা করে বাকি অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পার্ক স্ট্রিট থানা (Park Street Police)।

মঙ্গলবার রাতে পার্ক স্ট্রিটের কাছে ৪৬ সি রফি আহমেদ কিদওয়াই রোডের একটি প্রযোজনা সংস্থার অফিসে তিনজন দুষ্কৃতী হামলা চালায় বলি অভিযোগ। অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখানোর পাশাপাশি মারধর করা হয়। প্রযোজনা সংস্থার কর্ণধারের তরফে থানায় অভিযোগ করা হয়। ঘটনার।চব্বিশ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।