উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রীকে রিপোর্ট পেশ বিশেষজ্ঞ কমিটির

0
1

জাতীয় শিক্ষানীতি নিয়ে রীতিমতো ছেলেখেলা করছে ইউজিসি। তারা উপাচার্য নিয়োগ নিয়ে এমন নীতি প্রণয়ন করেছে যা রীতিমতো হাস্যকর। উপাচার্য নিয়োগের নয়া নিয়ম খতিয়ে দেখার জন্যই সাত সদস্যের বিশেষজ্ঞ নিয়ে কমিটি তৈরি করেছে উচ্চশিক্ষা দফতর। উচ্চশিক্ষা সংসদের উপদেষ্টা অধ্যাপক দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়কে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। বৃহস্পতিবার এই কমিটি রিপোর্ট তৈরি করে জমা দিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে।

রিপোর্টে বলা হয়েছে, একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হোক। সেখানে ইউজিসি, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, মুখ্যমন্ত্রীর প্রতিনিধি, আচার্যের প্রতিনিধিদের রাখতে হবে। এদিন মন্ত্রী ব্রাত্য বসু বলেন, ইউজিসি উপাচার্য নিয়োগের বিধি যেভাবে পরিবর্তন করতে চাইছে তা যে কতটা অগণতান্ত্রিক এবং রাজ্যের পক্ষে যে কতটা অবমাননাকর এবং রাজ্যের অধিকার ক্ষুণ্ণ করার জায়গা তা বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রীর নির্বাচিত প্রতিনিধিকে সরিয়ে নির্দিষ্ট কতকগুলো রাজ্যকে টার্গেট করে যে বিধি ওরা চালু করতে চাইছে তার বিরুদ্ধে কমিটি গঠন করা হয়েছিল। আমি এই রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা দেব। তিনি এ-বিষয়ে তিনি যথেষ্ট বিরক্ত এবং উদ্বিগ্ন। রাজ্য সরকারের প্রতিনিধির ক্ষমতা খর্ব করার কথা বলছে ইউজিসির প্রতিনিধিরা।

আরও পড়ুন- পড়ুয়াদের মিড ডে মিলে কোপ! এবার মহারাষ্ট্রে ডিম-চিনিতে অর্থ বরাদ্দ বন্ধ করল সরকার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_