দীর্ঘ কয়েক দশক ধরে কলকাতা শহরে বেনিয়মে আবাসন তৈরি হয়েছে। বাম আমলের সেই সব আবাসন এতদিনে হেলে পড়া শুরু হয়েছে। এবার রাজ্যের বর্তমান সরকারই উদ্যোগ নিতে বাধ্য হচ্ছে শহর ও শহরতলি এলাকার বেআইনি, হেলে পড়া বিল্ডিংগুলিকে (building) সোজা করার। তার জন্য নেওয়া হচ্ছে আধুনিক প্রযুক্তির সাহায্য। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) অন্তর্গত এইসব বিল্ডিং-এর দায়িত্ব দেওয়া হবে হরিয়ানার (Haryana) একটি সংস্থাকে।
বুধবার পুরসভায় হরিয়ানার (Haryana) সংস্থার সঙ্গে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। প্রাথমিকভাবে ইতিমধ্যেই হেলে পড়েছে বা বিপজ্জনক বলে চিহ্নিত বিল্ডিংগুলিকে (building) সোজা করার দায়িত্ব নেবে এই সংস্থা। পরবর্তীকালে অন্যান্য বিপজ্জনক বা বেআইনি বিল্ডিং-এর ক্ষেত্রেও এই সংস্থার সাহায্য নেওয়া হতে পারে দীর্ঘমেয়াদী হিসাবে। সংস্থার কাজ সম্পর্কে প্রাথমিক ধারণা নিতেই বুধবারের বৈঠক আয়োজন করা হয়।
ইতিমধ্যেই হরিয়ানার (Haryana) আরেক সংস্থার নাম জড়িয়েছিল হেলে পড়া বিল্ডিং সোজা করার কাজে। সেই সংস্থার কাজের খামতি এখন স্পষ্ট হয়ে যাওয়ায় তাদের সঙ্গে পুরসভার পক্ষ থেকে কোনো যোগাযোগই করা হয়নি। বুধবারের বৈঠকের পর প্রাথমিকভাবে এই সংস্থার সঙ্গেই যৌথ উদ্যোগে কাজ করার সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা।
–
–
–
–
–
–
–
–