জনস্বার্থেই স্বাস্থ্যসাথী চালু করেছে রাজ্য: মামলা খারিজ করে স্পষ্ট জানাল হাই কোর্ট

0
3

জনস্বার্থেই বাংলার সরকার চালু করেছে স্বাস্থ্যসাথী প্রকল্প। এই প্রকল্পের বিরোধিতায় দায়ের জনস্বার্থ মামলা খারিজ করে জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। নির্বাচিত সরকার নিজেদের বিচার-বিবেচনা করে প্রকল্পের সূচনা করেছে বলে জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Divition Bench)। এই প্রকল্প পরিচালনার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারই।
আরও খবর: মোদি-যোগী সরকারের অপদার্থতায় মহাকুম্ভে মৃত্যুমিছিল, সুপ্রিম আদালতে দায়ের জনস্বার্থ মামলা

২০১৬-র বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রতিটি পরিবারকে স্বাস্থ্যবিমার আওতায় আনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রতিশ্রুতি রক্ষা করেন তিনি। নির্বাচনের ফল প্রকাশের পরেই জেলায় জেলায় দুয়ারে সরকার শিবির থেকে ‘স্বাস্থ্যসাথী’ কার্ড (Helth Card) করান অনেকে। এতে পরিবারপিছু স্বাস্থ্য খাতে ৫ লক্ষ টাকা প্রতিবছর বিমা এই প্রকল্পের সুবিধা পান। এই পরিস্থিতি এই প্রকল্পের বিরোধিতায় একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। এই প্রকল্পকে অসাংবিধানিক আখ্যা দিয়ে জনস্বার্থ মামলা দায়ের করে একটি সংগঠন।

বৃহস্পতিবার, সেই মামলার শুনানিতে সংগঠনের হয়ে সওয়াল করেন চিকিৎসক কুণাল সাহা। তাঁর অভিযোগ ছিল, নির্বাচনের স্বার্থেই এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। কিন্তু বেশির ভাগ মানুষই সেই সুবিধা পান না। বেসরকারি হাসপাতাল থেকে রোগীদের ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু মামলাটি খারিজ করে দেয় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, জনহিতে যে কোনও প্রকল্প চালু করতে পারে রাজ্য সরকার। সরকারের নির্দিষ্ট নীতি মেনে ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। আদালত এতে হস্তক্ষেপ করবে না।