নিয়ম ছিল ২০০৯ সাল থেকেই। কিন্তু তা সঠিকভাবে কার্যকর না করার কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ব়্যাগিং (ragging) এবং ব়্যাগিংয়ের কারণে আত্মহত্যার ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র থেকে শিক্ষাকর্মীদের আত্মহত্যার ঘটনার জেরে এবার পুরনো অ্যান্টি ব়্যাগিং (anti-ragging) নিয়মকে কঠোরভাবে কার্যকর করার জন্য নতুন করে নির্দেশিকা জারি করলো ইউনিভার্সিটি গ্র্যান্টস কাউন্সিল (UGC)।
পুরানো নিয়ম অনুযায়ী প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব কমিটি থাকতে হবে। নতুন নির্দেশিকায় সেই কমিটিগুলিকে আরও বেশি করে নজরদারি ও প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। যাতে ব়্যাগিং-এর মত অপরাধ প্রবণতা কমানো সম্ভব হয়। সেই সঙ্গে এরকম ঘটনা কমাতে প্রয়োজনে সারপ্রাইজ ভিজিট (surprise visit) করার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নির্দেশিকায় অনেক বেশি দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিচালকদের। প্রত্যেকটি ঘটনা শিক্ষা দফতরকে (Ministry of Education) জানাতে বাধ্য থাকবে প্রতিষ্ঠানগুলি। এক্ষেত্রে গুরুতর ব়্যাগিং (ragging) বা আত্মহত্যার ঘটনায় সরাসরি প্রতিষ্ঠানের প্রধানকে দায়বদ্ধ করে ডেকে পাঠানোর বার্তা দেওয়া হয়েছে। নির্দিষ্ট কমিটিতে প্রতিষ্ঠানগুলিকে আইনি সহায়তার জন্য নিয়োগ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
–
–
–
–
–
–
–
–