শিয়ালদহ আদালতে সঞ্জয় রাইয়ের (Sanjay Rai) সাজা ঘোষণা হওয়ার আগেই একাধিক প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন অভয়ার বাবা-মা। সাজা ঘোষণা হলে রাজ্য সরকার যখন ফাঁসির দাবিকে হাইকোর্টের দ্বারস্থ হয়, তখন এই অভয়ার পরিবারই ফাঁসির শাস্তির বিরোধিতা করে। তাঁরা সোমবারও দাবি করেন সুপ্রিম কোর্টেই তাঁদের একমাত্র ভরসা রয়েছে। সেই মতো বুধবার সুপ্রিম কোর্টে (Supreme Court) আর জি কর মামলার শুনানিতে অভয়ার পরিবারের তরফে করা আবেদন ফিরিয়ে নিতে নির্দেশ দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ শিয়ালদহ আদালতের (Sealdah Court) সাজা ঘোষণার (conviction) আগে দায়ের করা আবেদন বিতর্ক তৈরি করবে তদন্তের ক্ষেত্রে। সেক্ষেত্রে হাইকোর্টে চলা একই মামলাতেও পরিবার নিজেদের আবেদন রাখতে পারেন। যদিও পরিবারের পক্ষে আইনজীবী নতুন করে সুপ্রিম কোর্টে আবেদনের কথাই জানান আদালতকে।
আর জি কর নিয়ে স্বতঃপ্রণোদিত মামলায় অভয়ার পরিবার মামলায় একাধিক দাবি নিয়ে নতুন করে পিটিশন (petition) দাখিল করেছিলেন। তদন্তের স্বার্থে মুখবন্ধ খামে একাধিক ঘটনা ও ব্যক্তির নাম উল্লেখ করে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। সেই মামলারই শুনানি ছিল বুধবার। শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার (CJI Sanjiv Khanna) পর্যবেক্ষণ, এই আবেদন যখন ঘোষণা হয়েছিল তখনও নিম্ন আদালত সঞ্জয় রাইয়ের সাজা ঘোষণা (conviction) করেনি। পরে হাইকোর্টেও একটি মামলা শুরু হয়েছে সাজা সংক্রান্ত। সেক্ষেত্রে পরিবার নতুন করে আবেদন করতে পারেন। অথবা এই আবেদন চালিয়ে নিয়ে যেতে পারেন।
প্রধান বিচারপতির পর্যবেক্ষণ শোনার পরে অভয়ার পরিবারের পক্ষে আইনজীবী দাবি করেন, তাঁদের আবেদনে উল্লিখিত নাম ও তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাঁরা এই আবেদন চালিয়ে নিয়ে যেতে চান। কিন্তু সিবিআই-এর (CBI) পক্ষে আইনজীবী দাবি করেন, যে বিষয়গুলি পরিবারের পক্ষে তোলা হয়েছে সেগুলি এই মুহূর্তে সামনে চলে এলে তদন্ত প্রভাবিত হবে। সিবিআই-এর কাছে পরিবারের সব প্রশ্নের উত্তর রয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে তা প্রকাশ্যে আনা হচ্ছে না।
দুপক্ষের বক্তব্য শোনার পরে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, পরিবারের পক্ষ থেকে যে আবেদন সাজা ঘোষণার আগে করা হয়েছিল, তা এই সময়ে প্রকাশ্যে এলে অভিযুক্ত (accused) সুবিধা পেয়ে যেতে পারেন। ইতিমধ্যেই মামলার পরিস্থিতি পরিবর্তিত। সাজা ঘোষণা (conviction) হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আগের আবেদন প্রত্যাহারের নির্দেশ দেয় আদালত। প্রয়োজনে কলকাতা হাইকোর্টে চলা মামলাতেও তাঁরা আবেদন করতে পারেন নিজেদের বক্তব্য নিয়ে, পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। অভয়ার পরিবারের আইনজীবী যদিও এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টেই ফের আবেদন করার কথা জানান এদিন।
–
–
–
–
–
–
–





























































































































