মহানগরীতে নামী প্রযোজনা সংস্থার অফিসে দুঃসাহসিক ডাকাতি, অস্ত্র দেখিয়ে লক্ষাধিক টাকা লুট রফি আহমেদ কিদওয়াই রোডে। তিন দুষ্কৃতী হেলমেট পরে প্রযোজনা সংস্থার অফিসে ঢুকে লুটপাট চালায়। অভিযোগ দায়ের হতেই তদন্তে পার্ক স্ট্রিট থানার পুলিশ (Park Street Police Station)।
মঙ্গলবার রাতে ৪৬ সি রফি আহমেদ কিদওয়াই রোডের একটি প্রযোজনা সংস্থার অফিসে তিনজন দুষ্কৃতী হামলা চালায়। অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখানোর পাশাপাশি মারধর করা হয়। প্রযোজনা সংস্থার কর্ণধারের তরফে থানায় অভিযোগ করা হয়েছে। আক্রান্ত কর্মীদের বয়ান খতিয়ে দেখছে পুলিশ। এই সংস্থা কারোর পাওনা আটকে রেখেছিল কিনা তাও তদন্ত করা হচ্ছে। ঠিক কত টাকা লুট হয়েছে তা এখনও স্পষ্ট নয়। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করার কাজ চলছে।
–
–
–
–
–
–
–
–
–
–