জমি সংক্রান্ত বিবাদের জেরে চাপড়ার মহেশ নগরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো একজনের। একইসঙ্গে বোমের আঘাতে গুরুতর জখম হলো একজন। ধারালো অস্ত্রের কোপে জখম হয়েছে আরও একজন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আলম শেখ। তাঁর বাড়ি নদীয়ার চাপড়া থানার মহেশ নগরে।
আক্রান্ত পরিবারের লোকজন জানিয়েছেন , জমিকে কেন্দ্র করে এই ঘটনা। জমি দখল করাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বচসা হয়। অভিযোগ, বুধবার বেলায় আলম শেখ ওই জমিতে চাষ করতে গেলে দুই ব্যক্তি এসে দাবি করে ওই জমি তাদের। এর পরেই শুরু হয় দু পক্ষের মধ্যে বচসা। পরবর্তীতে অভিযুক্তরা দলবল নিয়ে এসে বোমাবাজি করতে শুরু করে। কয়েক রাউন্ড গুলিও চালায়। সেই গুলিতে আহত হন আলম শেখ নামে এক ব্যক্তি। ধারালো অস্ত্রের কোপে আহত হয় মোহ সেখ। বোমের আগাতে আহত হন কালু শেখ। তিনজনকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে গুলিবিদ্ধ আলম শেখকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। আর দুই আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাপড়া থানার মহেশ নগরে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।
আরও পড়ুন- নাটকের রিহার্সাল! এবার ‘ক্লাসরুমে বিয়ে’র নিয়ে সাফাই অধ্যাপিকার
_
_
_
_
_
_
_
_
_