এম আর বাঙুরে চিকিৎসক নিগ্রহ: দ্রুত পদক্ষেপে গ্রেফতার ২

0
1

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই গোটা দেশে নতুন নিয়ম ও বিধিনিষেধ আরোপ করার প্রক্রিয়া চলছে সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে। আর জি করের ঘটনার পরে সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া ন্যাশানাল টাস্ক ফোর্সের সুপারিশ আসতেই কার্যকর করা শুরু হয়েছে এই রাজ্যে। তার জেরে চিকিৎসক নিগ্রহে শহরে দ্রুত পদক্ষেপ পুলিশে। মঙ্গলবার রাতে টালিগঞ্জের এম আর বাঙুর হাসপাতালে (M R Bangur Hospital) রোগীর আত্মীয়দের কাছে হেনস্থার (harrasment) শিকার এক চিকিৎসক (doctor)। ঘটনায় হামলাকারীদের দুজনকে গ্রেফতার করে গলফ গ্রিন থানার পুলিশ (Golf Green police station)।

মঙ্গলবার রাতে চারু মার্কেট এলাকার এক বাসিন্দা হাত কাটা অবস্থায় এম আর বাঙুর হাসপাতালে আসেন। অভিযোগ, এমার্জেন্সিতে চিকিৎসা চলাকালীন রোগী চিকিৎসককে চিকিৎসা পদ্ধতি-সহ একাধিক প্রসঙ্গ নিয়ে কথা বলতে থাকেন। চিকিৎসক তার প্রতিবাদ করেন। এরপরই ওই চিকিৎসককে (doctor) মারধর করেন (harrasment) রোগীর আত্মীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। গ্রেফতার করা হয়েছে রোগীর পরিবারের দুজনকে। বাকি অভিযুক্তদের খোঁজ করছে পুলিশ।

গত বৃহস্পতিবার বর্ধমানেও চিকিৎসক ও পুলিশ কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছিল রোগীর পরিবারের বিরুদ্ধে। ঘটনায় ৫ জন পুলিশ কর্মী ও একজন চিকিৎসক আহত হন। এই ঘটনায় পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছিল।