দিল্লি বিধানসভা নির্বাচনের (Delhi assembly election) আগেই বিপাকে অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার তাঁকে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন(ECI)। সোমবার আপ (AAP) সুপ্রিমো দাবি করেছিলেন, বিজেপি নেতৃত্বাধীন হরিয়ানা সরকার যমুনা নদীতে বিষ মিশিয়েছে। যমুনার ওই জল দিল্লিতে আসে। দিল্লি জল বোর্ড যদি সেই জল দিল্লিতে আসা না ঠেকাত, তাহলে প্রচুর মানুষের মৃত্যু হত বলে দাবি করেছেন তিনি। এরপরই আপ (AAP ) সুপ্রিমোর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে বিজেপি এবং কংগ্রেস। সেই প্রেক্ষিতেই আজ বুধবার (২৯ জানুয়ারি ) রাত আটটার মধ্যে নিজের বক্তব্যের স্বপক্ষে উপযুক্ত প্রমাণ পেশ করতে হবে কেজরিকে।
অরবিন্দ কেজরিওয়ালের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেন, রাজধানীর মানুষকে ভয় পাইয়ে দেওয়ার জন্য এবং নিজেদের পরাজয় অবশ্যম্ভবী জেনে মানুষকে বিপথে চালিত করতে নাকি এই ধরনের মন্তব্য করছেন কেজরি। যদিও আম আদমি পার্টির কর্মী সমর্থকেরা সে কথা মানতে নারাজ। তাঁদের অভিযোগ বিজেপি নির্বাচন কমিশনকে পরিচালনা করছে। কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হিলনেই নোটিশ পাঠানো হয়েছে আপ সুপ্রিমোকে। এখন প্রশ্ন হচ্ছে সত্যিই কি যমুনার জলে বিষ মেশানো হয়েছে? যদি তেমনটা ঘটে থাকে এবং তা প্রমাণিত হয় তাহলে নির্বাচন কমিশন করা পদক্ষেপের পথে হাঁটতে চলেছে। কিন্তু যদি কেজরিওয়াল নিজের মন্তব্যের স্বপক্ষে যুক্তি দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তাঁর তিন বছর পর্যন্ত কারাবাস হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই দিল্লি জল বোর্ডের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
–
–
–
–
–
–
–
–
–
–





























































































































