অস্ত্রের ভয় দেখিয়ে চুক্তি ভেঙে গ্রেফতার মধ্যমগ্রামের প্রসিদ্ধ ডি বাপি বিরিয়ানির (D Bapi Biriyani) মালিককে গ্রেফতার করল মধ্যমগ্রাম থানার (Madhyagram police station) পুলিশ। চুক্তির মেয়াদ পেরিয়ে গেলেও ভাড়ার ঘর ছাড়েননি মালিক অনির্বান দাস। বাড়ির মালিক সেই ঘর ছাড়ার দাবি জানালে উল্টে তার উপরই অস্ত্র সহ চড়াও হওয়ার অভিযোগ অনির্বানের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ গ্রেফতার করে বিরিয়ানি ব্যবসায়ীকে।
মধ্যমগ্রাম-সোদপুর রোডের উপর ডি বাপি বিরিয়ানির দোকানটি অবস্থিত। তার গুদাম ভাড়া নিয়েই বিতর্কে মালিক অনির্বান। গুদামের (godown) ভাড়ার ১১ মাসের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় কিছুদিন আগে। চুক্তি বাড়ানো বা ঘর খালি করা নিয়ে তাকে বারবার বলা হলেও অনির্বান গায়ের জোরে ঘর আটকে রেখেছিল বলে অভিযোগ। সোমবার গুদাম (godown) মালিক বিশ্বজিৎ দত্ত ঘর খালি করার কথা বললে তাকে হুমকি দেয় অনির্বান। তার সঙ্গীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায় বলেও অভিযোগ। সেই সঙ্গে শাসকদলের নাম করে ভয়ও দেখায় ডি বাপি বিরিয়ানির মালিক।
হুমকির পরই মধ্যমগ্রাম থানায় (Madhyamgram police station) অভিযোগ দায়ের করেন গুদাম মালিক। অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে গ্রেফতার করা হয় অনির্বান দাসকে। মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হলে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
–
–
–
–
–
–
–
–





























































































































