প্রতিশোধ। সহপাঠী বান্ধবীকে ধর্ষণ করে খুন করার ছক। আর সেই জন্যে এক সিনিয়রকে সুপারি। এতটা পড়ে মনে হতেই পারে এটা কোনও অপরাধমনস্ক প্রাপ্তবয়স্কের পরিকল্পনা। কিন্তু এই ছক পুনের দৌন্দের এক ইংরেজি মাধ্যমের এক স্কুলের ক্লাস সেভেনের পড়ুয়ার। স্কুলেরই (School) এক সিনিয়রকে ১০০টাকার ‘সুপারি’ দিয়েছিল সে। ঘটনায় হতবাক নেটিজেনরা। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে স্কুলের প্রধান শিক্ষক-সহ আরও ২ শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
আরও খবর: যোগীরাজ্যে রোগীর পরিবর্তে ‘রিলস’ দেখছেন ডাক্তার! চোখের সামনে হৃদরোগে মৃত্যু প্রৌঢ়ার
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। অভিযোগ, রিপোর্ট কার্ডে নিজের বাবার সই নকল করেছিল ক্লাস সেভেনের ওই পড়ুয়া। বিষয়টি জেনে শিক্ষককে (Teacher) জানিয়ে দেয় তারই সহপাঠী এক ছাত্রী। ফলে ছাত্রটি শিক্ষকের কাছে বকুনি শোনে। আর তা থেকে সহপাঠীর উপর প্রবল রাগ হয় তার। এর পরের ঘটনা নিয়েই শোরগোল। বান্ধবীকে ধর্ষণ এবং খুন করতে সিনিয়র এক ছাত্রকে ১০০ টাকার ‘সুপারি’ দেয় ক্লাস সেভেনের ছাত্র (Student)!
ক্লাস নাইনের যে ছাত্রকে (Student) সুপারি দেওয়া হয়েছিল, সেই গোটা বিষয়টি শিক্ষকদের জানায়। এরপরই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন ছাত্রীর বাবা। তাঁর দাবি, ওই ছাত্রর আচরণ নিয়ে আগেও একাধিক অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু স্কুল কর্তৃপক্ষ গুরত্ব দেয়নি। শুধু তাকে ডেকে বকাঝকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষের উদাসীনতার জন্যই এবার ঘটনা এতদূর গড়িয়েছে বলে অভিযোগ।
তদন্তে নেমে স্কুলের প্রধান শিক্ষক এবং দুই শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আর ওই নাবালক ছাত্রের বিরুদ্ধে কী পদক্ষেপ করা যায়, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
–
–
–
–
–
–
–