মহিলাদের অনুর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে নতুন রেকর্ড তৃষার, স্কটল্যান্ডকে হারাল ১৫০ রানে

0
2

মহিলাদের অনুর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন ভারতের গোঙ্গাদি তৃষা। এদিন মহিলা অনুর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের সুপার সিক্সের ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচে শতরান করেন তৃষা। শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও তিন উইকেট নেন তিনি। আর এই সুবাদে এই প্রথম মহিলাদের অনুর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে কোনও ক্রিকেটার শতরান করেন। স্কটল্যান্ডের বিরুদ্ধে তৃষা ১১০ রানে অপরাজিত থাকেন। তাঁর ব্যাটিং-এর দাপটে স্কটল্যান্ডকে ১৫০ রানে হারায় ভারতীয় দল।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২০৮ রান করে টিম ইন্ডিয়া। ৫১ রান করেন কামলিনি। ১১০ রানে অপরাজিত থাকেন তৃষা। আর সেই সুবাদে গড়েন নজির। তৃষার ১১০ রানের অপরাজিত ইনিংস মহিলাদের অনুর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের সর্বোচ্চ রানও। তিনি ভাঙেন ইংল্যান্ডের গ্রেস স্ক্রিভান্সের রেকর্ড। তিনি ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৯৩ রান করেছিলেন। ২৯ রানে অপরাজিত থাকেন সনিকা। জবাবে ব্যাট করতে নেমে ৫৮ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ডের ইনিংস। স্কটিসদের হয়ে সর্বোচ্চ ১২ রান পিপ্পা এবং এম্মার। ভারতের হয়ে ৪ উইকেট আয়ুষি শুক্লার। তিনটি করে উইকেট বৈষ্ণবী শর্মা এবং তৃষার। আর সেই সুবাদে ম্যাচের সেরাও হন তৃষা।

আরও পড়ুন- নেইমারকে ছেড়ে দিল আল হিলাল, কোথায় যোগ দিচ্ছেন ব্রাজিল তারকা ?