তৃণমূলের পথ ধরেই দিল্লিতে আপ-র সমর্থনে প্রচারে সমাজবাদী পার্টি

0
1

তৃণমূল কংগ্রেসের দেখানো পথ ধরেই দিল্লিতে আম আদমি পার্টির হয়ে প্রচারে নামার সিদ্ধান্ত নিল সমাজবাদী পার্টি৷ মঙ্গলবার দলের তরফে জানানো হয়েছে বৃহষ্পতিবার ৩০ জানুয়ারি দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে রোড-শো করবেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব৷  রিঠালা এলাকায় আয়োজিত হবে এই রোড শো, যেখানে অখিলেশ যাদবের(akhilesh yadav) সঙ্গে থাকতে পারেন দলের বেশ কয়েকজন সাংসদ ও প্রভাবশালী নেতারা, দাবি জানানো হয়েছে সপা সূত্রে৷ কায়রানা আসনের সপা সাংসদ ইকরা হাসানও আম প্রার্থীদের হয়ে দিল্লিতে আগামী কয়েকদিন লাগাতার প্রচার করবেন বলে মঙ্গলবার দলীয় সূত্রে দাবি জানানো হয়েছে৷

তাত্‍পর্যপূর্ণ হল, সোমবারই তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির সমর্থনে বিধানসভা নির্বাচনের প্রচারে অংশগ্রহণ করবেন তৃণমূল সাংসদরা৷  ১ এবং ২ ফেব্রুয়ারি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল9arvind kejriwal), প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এবং বর্তমান মুখ্যমন্ত্রী অতিসির হয়ে দিল্লিতে প্রচারে নামবেন তৃণমূল কংগ্রেসের সাংসদ, বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা৷ তাঁর সঙ্গে থাকতে পারেন আরও কয়েকজন তৃণমূল সাংসদ, দাবি জানানো হয়েছে দলীয় সূত্রে৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই সিদ্ধান্ত সামনে আসার ২৪ ঘন্টার মধ্যেই মঙ্গলবার সমাজবাদী পার্টির তরফে জানানো হয়েছে এবার তাদের দলের সুপ্রিমো অখিলেশ যাদব দিল্লিতে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে আয়োজিত রোড শো-তে অংশগ্রহণ করবেন৷ তৃণমূল এবং সমাজবাদী পার্টির এই সিদ্ধান্ত নি:সন্দেহে বাড়তি চাপ তৈরি করবে দিল্লি বিধানসভা ভোটে আম আদমি পার্টির প্রধান দুই চ্যালেঞ্জার কংগ্রেস ও বিজেপির উপরে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ৷