নতুন বছরের দ্বিতীয় মাসেই আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে ফোনে কথার পরই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে। সোমবার এই বিষয়টি প্রকাশ্যে এনেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। ভারতের সঙ্গে ‘ভালো’ বন্ধুত্বের সুবাদে অবৈধ অভিবাসীদের ফেরানো নিয়ে ভারতের সদর্থক পদক্ষেপের ব্যাপারে আশাবাদী ট্রাম্প। যদিও নয়া দিল্লির তরফে এখনও সরকারিভাবে এই সফর নিয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরই আমেরিকা থেকে অভিবাসীদের তাড়িয়ে দেওয়ার ট্রাম্পের নীতি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। কারণ এখানে একটা বড় অংশ ভারতীয় জনতা। ডোনাল্ড অবশ্য জানিয়েছেন অভিবাসন নিয়ে মোদির সঙ্গে তাঁর কথা হয়েছে এবং ভারত এই ব্যাপারে সদর্থক পদক্ষেপ করতে চলেছে। যদিও এই নিয়ে ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে এখনও সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি। তবে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মোদি। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, ‘আজ আমেরিকার প্রেসিডেন্ট আমার প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে আমি উচ্ছ্বসিত। দ্বিতীয়বার ঐতিহাসিক জয়ের জন্য তাঁকে অভিনন্দন। আমরা পারস্পরিক উপকার এবং বিশ্বস্ত অংশীদারিত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। দেশের জনগণের কল্যাণে বিশ্ব শান্তি বজায় রাখার লক্ষ্যে আগামীতে একসঙ্গে কাজ করবো।’ সূত্রের খবর সোমবার দুই দেশের দুই প্রধানের ফোনালাপে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে কথাবার্তা হয়েছে। পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়েও আলোচনা করেছেন দুই রাষ্ট্রপ্রধান। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ভারত আমেরিকার মধ্যে কৌশলগত সম্পর্ক সুদৃঢ় করতে এবং চিনের দাপট রুখতে ফেব্রুয়ারিতে মোদির এই এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
–
–
–
–
–
–
–
–
–
–