বিষপান করে আত্মঘাতী হলেন বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান! কী কারণে আত্মঘাতী বিজেপি নেত্রী, তা নিয়ে ধোঁয়াশা। তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার বিকালে বাড়িতে চুলে দেওয়ার রঙ খেয়ে নেন ওই গৃহবধূ নবনীতা কুহেলি বর্মন (৩৩)। পরিবারের লোকেরা প্রথমে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে তমলুক মেডিক্যাল কলেজে ভর্তি করেন। রবিবার দুপুরে সেখানেই নবনীতার মৃত্যু হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু করেছে ভগবানপুর থানায় পুলিশ। ওসি শাহেন শাহ বলেন, পারিবারিক অশান্তির কারণে আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
আরও পড়ুন- উত্তরপ্রদেশের দুষ্কৃতী ধরল কলকাতার STF: শিয়ালদহের কাছে উদ্ধার অস্ত্র, গ্রেফতার ৫
_
_
_
_
_
_
_
_
_
_