যশপ্রীত বুমরাহর মুকুটে আরও একটা পালক। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ক্রিকেটার হলেন ভারতীয় এই তারকা বোলার। একদিন আগেই আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও হয়েছেন বুম বুমরাহ। আর এবার বর্ষসেরা ক্রিকেটার হলেন যশপ্রীত। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক সফল পারফরম্যান্সের জন্য জোড়া স্বীকৃতি বুমরাহর।
এদিন আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হতেই ভারতের পঞ্চম ক্রিকেটার হিসাবে এই সম্মান পেলেন বুমরাহ। বুমরাহ-এর আগে এই সম্মান পেয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়। এই সম্মান পেয়েছেন বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিনো। কোহলি দু’বার এই স্বীকৃতি পেয়েছেন।
বর্ষসেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে বুমরাহের সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড, ইংল্যান্ডের জো রুট এবং হ্যারি ব্রুক। আর এদের টেক্কা দিয়েই সেরার সম্মান ছিনিয়ে নেন বুমরাহ।
গত বছর লাল বলের ক্রিকেটে আগুনে ফর্মে ছিলেন যশপ্রীত বুমরাহ। বছরের শেষ দিকে বর্ডার-গাভস্কর ট্রফিতে ৫ টেস্টে ৩২টি উইকেট তুলেছিলেন তিনি। বলা যায়, ভারতকে একপ্রকার একা টেনেছেন বুমরাহ। বছরজুড়ে তাঁর উইকেট সংখ্যা ৭১। আর শুধু টেস্ট কেন, টি-টোয়েন্টিতেও বুমরাহ পারফরম্যান্স অসাধারণ। আটটি টি-টোয়েন্টি ম্যাচে নেন ১৫টি উইকেট।
আরও পড়ুন- মহিলাদের অনুর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে নতুন রেকর্ড তৃষার, স্কটল্যান্ডকে হারাল ১৫০ রানে
–
–
–
–
–
–
–