নেইমার জুনিয়রকে ছেড়ে দিল সৌদিআরবের ক্লাব আল হিলাল। এদিন এমনটাই জানান হল আল হিলালের পক্ষ থেকে। সৌদি আরবেরে ক্লাবে সই করার পর থেকেই চোটের কারণে ভুগছিলেন ব্রাজিলিও তারকা। ১৮ মাসে মাত্র সাতটি ম্যাচে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। জল্পনা নিজের পুরনো ক্লাব স্যান্টসে ফিরতে পারেন নেইমার।
এদিন আল হিলালের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় জানানো হয়, ‘দুপক্ষের সম্মতিতে নেইমারের সঙ্গে চুক্তিভঙ্গ করা হল। আল হিলালে তাঁর অবদানের জন্য নেইমারকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতের কেরিয়ারের জন্য তাঁকে শুভেচ্ছা জানাই।“
২০২৩-এ পিএসজি থেকে সৌদি আরবের ক্লাব আল হিলালে আসে নেইমার। প্রায় ৮৫০ কোটি টাকায় আল হিলালে আসেন ব্রাজিলীয় তারকা। কিন্তু চোটের কারণে খেলা হয়নি নেইমারের। কবল থেকে মুক্তি মেলেনি। পুরনো চোট সারিয়ে ফিরে আসার মধ্যেই গত বছরের নভেম্বরে ফের চোট পান। ফলে ফের দীর্ঘদিন মাঠের বাইরে। চলতি বছরে মাত্র ২টি ম্যাচ খেলেছেন নেইমার। এমনকী সৌদি প্রো লিগের জন্য তাঁকে এবার রেজিস্টারও করায়নি। অবশেষে আল হিলালের সঙ্গে সম্পর্ক ছিন্ন হল নেইমারের।
আল হিলালের সঙ্গে সম্পর্ক শেষ হতেই প্রশ্ন ওঠে কোন ক্লাবে যোগ দিতে চলেছেন নেইমার জুনিয়র। শোনা গিয়েছে, নেইমারের ছোটবেলার ক্লাব স্যান্টসের সঙ্গে মৌখিক চুক্তি হয়ে গিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই পুরনো ক্লাবে সই করতে পারেন তিনি।
আরও পড়ুন- রঞ্জিতে রোহিতের ব্যাটিং-এ ক্ষুব্ধ গাভাস্কর, বললেন চুক্তি বাঁচানোর জন্য রঞ্জি খেলেছেন রোহিত-যশস্বীরা
–
–
–
–
–
–
–
–
–