বেলদায় জুতো পরে নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে বিপাকে অভিনেতা বিশ্বনাথ বসু (Biswanath Basu)। জানা যায় নেতাজি তরুণ সংঘ ক্লাবের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সুভাষচন্দ্র বসুর মূর্তিতে জুতো পড়ে মাল্যদান করেন টলিউড তারকা। এরপরই অভিনেতাকে রীতিমতো হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি অবিলম্বে জুতো খুলে ক্ষমা চেয়ে ফের নেতাজী মূর্তিতে মাল্যদান করার দাবিও ওঠে। ক্লাবের সদস্যরা মত্ত অবস্থায় ছিলেন বলেই পাল্টা অভিযোগ করেছেন তারকা। তাঁর কথায় ঘটনার দিন অভিনেতার প্রাণ সংশয় ছিল। ক্লাবের সদস্যরা বেশ কিছুটা পথ বিশ্বনাথের গাড়ি ধাওয়া করেন এবং ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তিনি এতটাই আতঙ্কিত যে সাহায্যের জন্য থানার দ্বারস্থ হয়েছেন।
–
–
–
–
–
–
–
–
–
–
–