কর্ম ব্যস্ততার মধ্যেও সাহিত্য চর্চা, এবার বইমেলায় প্রকাশিত মুখ্যমন্ত্রী লেখা ৩টি বই

0
2

প্রবল কর্ম ব্যস্ততার মধ্যেও সাহিত্য চর্চা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিয়মিত লেখেন, কবিতা, প্রবন্ধ। মঙ্গলবার, ৪৮তম আন্তর্জাতিক বইমেলার (Kolkata Book Fair) উদ্বোধন মঞ্চে প্রকাশিত হল তাঁর লেখা তিনটি বই (Book)। বইগুলির নাম লিপিবন্ধ, স্যালুট ২ এবং বাংলায় নির্বাচন ও আমরা।

মমতার তাঁর কথায়, বই ঘর সাজানোর জিনিস নয়, হৃদয় সাজানোর জিনিস। মানুষ আরও বেশি করে বই পড়ুক চান মমতা। চান আরও বড় হোক কলকাতা বইমেলা। তিনি বলেন, কলকাতা বইমেলা আমাদের সকলের গর্ব। দেশের সেরা। বিশ্বের নিরিখেও এটি আরও বড় হোক। বলেন, “কলকাতা বইমেলা বিশ্বসেরা। আমি এটাকে আরও বড় পরিসরে দেখতে চাই।“
আরও খবর: এবার কোটি মানুষ আসবেন, বই বিক্রি বাড়বে: ৪৮তম বইমেলার উদ্বোধনে আশা প্রকাশ মুখ্যমন্ত্রীর

বইমেলায় আর্জেন্টিনার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, যখন তিনি শহরের রাস্তার রং নীল-সাদা করছিলেন তখন অনেকেই ভেবেছিলেন তিনি আর্জেন্টিনার সাপোর্টার। মমতার কথায়, “সব রং সবার জন্য। এতে কোনও ভেদাভেদ নেই। তবে সব রং সবার পছন্দ নাই হতে পারে এই যা। এছাড়া আর কোনও ভেদ থাকতে পারে না।“ সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কলকাতা বইমেলা।