ট্রেন বিভ্রাট এখন নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে।সপ্তাহের প্রথমদিনই ট্রেন বিভ্রাট। ট্রেনের কামরায় প্রথমে ধোঁয়া পরে আগুন দেখে আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। হুড়মুড়িয়ে ট্রেন থেকে নামলেন যাত্রীরা। যদিও আহতের কোনও খবর নেই। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তারা। সোমবার সাতসকালেই হাসনাবাদ-শিয়ালদহ (hasnabad sealdaha) শাখার সন্দালিয়া স্টেশনে ট্রেনে আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসনাবাদ শিয়ালদহ শাখার সন্দালিয়া স্টেশনে ট্রেন ঢোকার মুহূর্তেই মহিলা কামরায় আগুন লক্ষ্য করেন যাত্রীরা। আপ ছটা চল্লিশে নিত্যদিনের যাত্রীরা আগুন দেখতে পান। যাত্রীদের চেঁচামেচিতে ট্রেন দাঁড়িয়ে পড়ে স্টেশনেই। যাত্রীদের দাবি বেলিয়াঘাটে স্টেশন ছাড়তেই ধোঁয়া লক্ষ্য করেন যাত্রীরা। সন্দালিয়া স্টেশনে আসতেই ট্রেন দাঁড় করিয়ে দেন চালক। অনেকেই ভয়ে ট্রেন থেকে নেমে যান। আতঙ্কের পরিবেশ তৈরি হয়। প্রায় আধঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। চালকের প্রাথমিক অনুমান যান্ত্রিক গোলযোগের কারণেই এই আগুন লেগেছিল দুটি কামরার মাঝে।
–
–
–
–
–
–
–
–
–
–