বিজেপির অসহযোগিতার অভিযোগ উড়িয়ে BSF-কে .৯ একর জমি দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের

0
3

বিজেপির অসহযোগিতার অভিযোগ উড়িয়ে সীমান্ত সুরক্ষা বাহিনীকে (BSF) জমি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নদিয়ার করিমপুর পয়েন্ট .৯ একর জমি দেওয়ার একটি প্রস্তাব গ্রহণ করেছে বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর। সীমান্ত সুরক্ষাকে আরও শক্তিশালী করতে একটি আউটপোস্ট তৈরির জন্যে এই জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে BSF-কে জমি দিচ্ছে না রাজ্য সরকার- এই অভিযোগ করত কেন্দ্রের মোদি সরকার। সীমান্ত সুরক্ষার জন্য তাদের জমি প্রয়োজন বলে রাজ্যকে জানিয়েছিল বিএসএফ। জমি না পেলে কাজে সমস্যা হচ্ছে বলেও অভিযোগ করে তারা। বিষয়টি নিয়ে সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়। ‘চেক পোস্টের’ জন্য নদিয়ার করিমপুরে ০.৯ একর জমি বিএসএফ-কে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া এই হয়েছে।

এই নদিয়াতেই কিছুদিন আগে সীমান্ত সংলগ্ন এলাকায় মাটির নীচে চার-চারটি বাঙ্কারের হদিস পায় বিএসএফ। যার মধ্যে লুকানো ছিল লক্ষ লক্ষ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ফেনসিডিল। এই নিয়ে বিএসএফের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে শাসকদল। কারণ ওই এলাকায় তাদের নিয়ন্ত্রণাধীন। একে বিএসএফের ব্যর্থতা বলে কটা করা হয়। শুধু তাই নয়, একই এলাকা থেকে ২ রোহিঙ্গা যুবককেও গ্রেফতার করে পুলিশ। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ঠ গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূচনৈতিক মহল।