শহরের বুকে ফের একবার অরাজকতা তৈরির চেষ্টা বামেদের। বাম ছাত্র সংগঠন এসএফআই-এর (SFI) মিছিল ঘিরে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় সপ্তাহের প্রথম দিন। বাম ছাত্র সংগঠনের রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্নকে কড়া কটাক্ষ রাজ্যের শাসকদলের। স্মরণ করিয়ে দেওয়া হল, সিপিআইএম (CPIM) আমলে রাজ্যের শিক্ষাব্যবস্থায় নিয়োগ থেকে পঠন পাঠনের দুর্দিনের কথা।
সোমবার রাজ্যের শিক্ষা ব্যবস্থার বিরোধিতায় একাধিক দাবি নিয়ে বিকাশ ভবন (Bikash Bhavan) অভিযান চালায় এসএফআই। বিকাশ ভবনের আগেই গার্ডরেল দিয়ে তাদের আটকানোর পরিকল্পনা ছিল পুলিশের। এসএফআই কর্মীরা সেই ব্যারিকেড (barricade) ভেঙে এগোনোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। একাধিক রুটে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ এসএফআই কর্মীদের গ্রেফতার করে।
তবে যে বাম ছাত্র সংগঠন তৃণমূল সরকারের দিকে শিক্ষা ব্যবস্থা নিয়ে আঙুল তুলেছে, তাদের আমলের শিক্ষা ব্যবস্থা স্মরণ করিয়ে দেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। প্রাথমিকে ইংরাজি তুলে দেওয়া, রাজ্যে কম্পিউটার শিক্ষা (computer education) আটকে দেওয়া বামেদের ছাত্র সংগঠনের আন্দোলন নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সেই সঙ্গে বাম আমলে অযোগ্যদের চাকরির উদাহরণগুলি তুলে ধরে এসএফআই-কে তীব্র কটাক্ষ করেন তিনি।
–
–
–
–
–
–
–
–