সরকারি উদ্যোগে স্বাস্থ্য পরিষেবা (health service) পাবেন সাধারণ মানুষ। তাঁদের পরিষেবা দেবেন চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। সবটাই হবে সরকারি পরিকাঠামোর উপর নির্ভর করে। এই তিন শাখাকে এক সুতোয় বেঁধে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও এগিয়ে নিয়ে যেতে সোমবারই পথ চলা শুরু করবে রাজ্যের চিকিৎসকদের নতুন সংগঠন প্রগ্রেসিভ হেল্থ অ্যাসোসিয়েশন (PHA)। রাজ্যের শাসকদলের সঙ্গে কোনও যোগাযোগ না থাকলেও এই সংগঠনের কারণে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রের সব শাখা এক ছাতার তলায় আসবে বলে প্রত্যাশা নেতৃত্বের।
রাজ্যের মন্ত্রী তথা চিকিৎসক শশী পাঁজার (Shashi Panja) সভাপতিত্বে সোমবার আত্মপ্রকাশ করবে চিকিৎসকদের নতুন সংগঠনটি। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সংগঠন স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী, চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের সমন্বয়ে গঠিত হবে। রোগী, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী ও সরকারের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাকে সুলভ ও কার্যকর করে তোলার প্রচেষ্টা চালাবে, জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এই সংগঠন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয় বলে আগেই জানিয়েছিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তবে স্বাস্থ্য ক্ষেত্রকে এক ছাতার তলায় নিয়ে আসার প্রসায় বিষয়ে তিনি জানান, যেটা শুনছি সিনিয়র চিকিৎসক সহ স্বাস্থ্য পরিকাঠামোয় যত শাখা আছে এক ছাতার তলায় নিয়ে এসে একটি সংগঠন করতে চলেছেন।
–
–
–
–
–
–
–
–