জঙ্গলের ধারে কাজ করতে গিয়ে শুনেছিলেন বাঘের গর্জন! তাকাতেই চোখের সামনে দাঁড়িয়ে বাঘ। এই দৃশ্য দেখে স্টান কাজ ফেলে দৌড়ে গ্রামে চলে গিয়েছিলেন বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের মহাদেবসিনান গ্রামের বাসিন্দা আদরি টুডু। তার কথা শুনে ‘বাঘের খোঁজে’ জঙ্গলে গিয়েছিলেন গ্রামবাসীরা। কিন্তু বাঘের দেখা পাননি তারা। আদরির মুখে ঘটনার বর্ণনা শুনে আতঙ্কে কাঁপছে গোটা মহাদেবসিনান গ্রাম।
প্রসঙ্গত, ওড়িশার বাঘিনি জিনাত ধরা পড়ার পরেই ঝাড়খণ্ড থেকে একটি বাঘ বাংলার জঙ্গলমহলে ঢুকে পড়ে। বন দফতরের একাংশের ধারণা, জিনাতের খোঁজেই বাঘটি ঝাড়খণ্ড থেকে এসেছে। মাঝে একবার ঝাড়খণ্ডে ফিরে গেলেও আবার সে এসেছে। গত চার দিন ধরেই বাঁকুড়ার জঙ্গলমহলে দাপিয়ে বেড়াচ্ছে জ়িনতের সেই ‘প্রেমিক’। ইতিমধ্যেই বাঘটির গতিবিধির উপর কড়া নজরদারি শুরু করেছে বন দফতর। এদিকে গত চার দিন ধরে বাঘের আতঙ্কে জঙ্গলে যাওয়ার রাস্তা এখন এড়িয়ে চলছেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন- ট্রেনের মাথায় উঠে রিলস করতে গিয়ে ছাত্রের মৃত্যু! প্রশ্ন রেলের নিরাপত্তা নিয়ে
_
_
_
_
_
_
_
_
_