বদলার ম্যাচে স্বস্তি ফিরল মোহনবাগানের , ঘরের মাঠে বিএফসিকে হারাল ১-০ গোলে

0
2

ঘরের মাঠে স্বস্তি ফিরল মোহনবাগান সুপার জায়ান্টের। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে বদলার ম্যাচে বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারাল সবুজ-মেরুন। বাগানের হয়ে গোল লিস্টন কোলাসোর। এই জয়ের ফলে ১৮ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ৪০। লিগ শিল্ড জয়ের দিকে আরও একধাপ এগালো জোসে মোলিনার দল।

টানা দু’ম্যাচ ড্রয়ের পর স্বস্তি মোহনবাগানের। আর সেই সঙ্গে বদলার জয় । বেঙ্গালুরুর মাঠে প্রথম পর্বের ম্যাচে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল মোহনবাগান। ফলে ঘরের মাঠে বদলা নেওয়ার সুযোগ ছিল মোলিনার দলের কাছে। আর এদিন যুবভারতীতে যেন সেই কাজটাই করলেন লিস্টন কোলাসোরা। ম্যাচের শুরু থেকে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ১৮ মিনিটে সুনীল ছেত্রীর একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ম্যাচের ৩৬ মিনিটে সু্যোগ পেয়েছিল সবুজ-মেরুনও। কিন্তু স্টুয়ার্টের শট বাঁচিয়ে দেন বিএফসি গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। এরপর পালটা আক্রমণ চালায় বিএফসি। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে নোগুয়েরার বল ধরে বক্সের মধ্যে ঢুকে পড়েন সুনীল। মোহনবাগানের দুজন প্লেয়ারকে কাটানোর পর তাঁর সামনে শুধু গোলকিপার বিশাল কাইথ। কিন্তু বাইরে মারেন তিনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় মোলিনার দল। যার ফলে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাগানকে। ম্যাচের ৭৪ মিনিটে কোলাসোর গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। বক্সের ঠিক বাইরে বল পান লিস্টন। ভাসানো বলেই শট মারেন তিনি। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি সবুজ-মেরুন।

এদিকে এক অনন্য নজিরের সাক্ষী থাকল যুবভারতী। বিশ্বের সব থেকে বড় হাতে আঁকা টিফো। ঘরের মাঠে ম্যাচে ইতিহাস তৈরি করল মোহনবাগানের ফ্যান ক্লাব ‘মেরিনার্স বেস ক্যাম্প’। সেখানে ধরা রইল ১৯১১-র সোনালি ইতিহাসও। গোলপোস্টের পিছনের বি৩ স্ট্যান্ড ও বি২ গ্যালারি থেকে নেমে এল ২৫০০০ স্কোয়ার ফুটের বিশাল টিফো।

ছবি : দেবস্মিত মুখোপাধ্যায়

আরও পড়ুন- কেন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টি-২০ ম্যাচে ছিলেন না শামি ? এল বড় আপডেট