মঙ্গলে শুরু ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, এবারের আকর্ষণ ম্যাসকটের হাঁস

0
2

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (Kolkata Book Fair)। বিকেল ৪টেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বইমেলার উদ্বোধন করবেন। সঙ্গে থাকবেন ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডক্টর ফিলিপ আকারমান, গ্যোটে ইন্সটিটিউট দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অধিকর্তা ড. মার্লা স্টুকেনবার্গ, বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশার এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরের মন্ত্রী। বইমেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের আকর্ষণ ম্যাসকটের দুটি হাঁস।

সোমবার, সাংবাদিক বৈঠকে পাবলিশার্স এবং বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় জানান, “আমরা বিশ্ব হিন্দু পরিষদকে স্টল দিয়েছি। ওঁরা নাম পরিবর্তন করে রেখেছে বিশ্ব হিন্দু বার্তা। সেই ১৯৯৬ সাল থেকে কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে বাংলাদেশ। এবছর তারা নেই। আমরা দুঃখিত। এই পরিস্থিতিতে আমাদের কিছু বলার নেই। বাংলাদেশের পক্ষ থেকেও আবেদন করা হয়নি। আসা করব দ্রুত এই পরিস্থিতি ঠিক হবে।”

বইমেলায় এই প্রথম থাকছে ম্যাসকটের (Mascot) দুটি হাঁস। যা মূল আকর্ষণ হতে চলেছে এবার। বইমেলার অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হল প্রত্যেকটি গেট হবে বিশিষ্ট ব্যক্তিদের নামে। সলিল চৌধুরী, ঋত্বিক ঘটক, গ্যোয়েটে, ম্যাক্সমুলারদের নামে হবে গেটের নামকরণ। এছাড়াও জার্মান স্থাপত্যের অনুকরণে হবে দুটি গেট, বিশ্ববাংলা গেট এবং জীবনানন্দ-নজরুল গেট। মেলায় সরণির নামকরণ হয়েছে বিশিষ্ট জার্মান ব্যক্তিবর্গ রিলকে, ব্রেকট, কাফকা, মুলার এবং অন্যান্যদের নামে। এছাড়াও সরণির নামকরণ করা হয়েছে বাংলা এবং ভারতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাহিত্যিকদের নামেও। আবুল বাশারকে উদ্বোধন অনুষ্ঠানে গিল্ডের জীবনব্যাপী সাহিত্য সম্মান পুরস্কার দেওয়া হবে। যার অর্থ মূল্য ২ লক্ষ টাকা। এই পুরস্কার দেবেন মুখ্যমন্ত্রী। এবারের বইমেলায় সর্বাধিক প্রকাশক ও লিটল ম্যাগাজিনের অংশগ্রহণ করছে। সংখ্যাটা প্রায় ১০০০।

জার্মানি ছাড়াও থাকছে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, স্পেন, পেরু, আর্জেন্টিনা, গুয়াতেমালা-সহ অন্যান্য লাতিন আমেরিকার দেশ। থাকছে বহুজাতিক প্রকাশনা সংস্থা এবং ভারতের প্রায় সব রাজ্যের প্রকাশনা সংস্থা। ৪ ফেব্রুয়ারি মেলায় বরিষ্ঠ নাগরিক দিবস, ‘চিরতরুণ’ দিবস পালন করা হবে। সম্মাননা জ্ঞাপন করা হবে সাহিত্যিক জয় গোস্বামী, প্রকাশক রঞ্জন সরকার এবং পাঠক সত্যব্রত ঘোষালকে।