তেলেঙ্গানায় দলিত যুবকের দেহ উদ্ধার, অনার কিলিংয়ের অভিযোগ পরিবারের

0
3

তেলেঙ্গানায় একটি খালের ধার থেকে দলিত যুবকের (dalit youth) দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পরিবারের দাবি ভিন্ন বর্ণে বিয়ে করায় অনার কিলিং-এর (honor killing) শিকার যুবক। স্ত্রীর পরিবারের বিয়েতে মত না থাকায় খুন করা হয়েছে যুবককে, অভিযোগ। এই অভিযোগের তদন্ত করছে পুলিশ। যদিও পুরোনো বিবাদের জেরে খুনের সন্দেহও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

তেলেঙ্গানার (Telengana) সূর্যপেটের বাসিন্দা দলিত যুবক ভাদলাকোন্ডা কৃষ্ণর সঙ্গে মাস ছয়েক আগে বিয়ে হয়েছিল গোন্দ জাতির এক মহিলার। প্রেম করে দুজনে বিয়ে করলেও মেয়েটির পরিবারের পক্ষ থেকে বিয়ে মেনে নেওয়া হয়নি বলে দাবি কৃষ্ণর পরিবারের। সেই রাগ থেকেই কৃষ্ণকে খুন করা হয়েছে বলে অভিযোগ।

সূর্যপেটের মুসি খালের ধারে সোমবার সকালে উদ্ধার হয় কৃষ্ণর দেহ। পাশে পাওয়া যায় একটি নম্বর প্লেটবিহীন বাইক। তার পরিবার অনার কিলিংয়ের (honor killing) অভিযোগ করলেও কৃষ্ণর স্ত্রী দাবি করেন একটি ফোন পেয়ে বেরিয়ে যায় কৃষ্ণ। নিজের ফোনও ফেলে যায় সে। পুলিশ সন্দেহভাজন সকলকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।