খড়দহে প্লাস্টিকের গোডাউন আগুন। খড়দহ রহড়া থানার অন্তর্গত ডাঙ্গাডিংলা এলাকায় শিল্প তালুকের ভিতরে প্লাস্টিকের গোডাউন-সহ পার্শ্ববর্তী কারখানায় এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি কারখানায় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।
জানা গিয়েছে, ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোর রাত থেকে এখনও পর্যন্ত এলাকায় আগুন জ্বলছে।অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন।
কীসের থেকে এই আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল ও রহড়া থানার পুলিশ।
এই অগ্নিকাণ্ডের ফলে কয়েক লক্ষা টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। জানা গিয়েছে, খড়দহ এবং পার্শ্ববর্তী এলাকার বহু মানুষ এই কারখানায় কাজ করতেন । তবে কোনও হতাহতের খবর নেই বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
–
–
–
–
–
–
–
–





























































































































