শিক্ষাক্ষেত্রে বিজেপি শাসিত রাজ্যগুলি ঠিক কেমন পরিস্থিতিতে তা স্কুল ছুটের তালিকাতেই প্রমাণিত। সেখানে ধর্মীয় ক্ষেত্রে অন্ধবিশ্বাসে (superstition) কোথাও পিছিয়ে নেই গেরুয়া রাজ্যগুলি। অন্ধভক্তির চরম নিদর্শন দিলেন উত্তরপ্রদেশের (Uttarpradesh) এক প্রৌঢ় নিজের যৌনাঙ্গ কেটে মহাদেবকে অর্পণ করে। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও গ্রামবাসীদের দাবি, তিনি অত্যন্ত পুণ্যের কাজ করেছেন।
সাতসকালে উত্তরপ্রদেশের সীতাপুরের (Sitapur) মহমুদাবাদের বাসিন্দা বিহারী লাল ছেলেকে নিয়ে স্থানীয় শিবমন্দিরে যান। সেখানে নিজের কাটা যৌনাঙ্গ (private part) ছেলের হাতে গিয়ে তা অর্পণ করতে বলেন। তাঁর কাণ্ড দেখে উপস্থিত গ্রামবাসীরা ঈশ্বরের নামে ধ্বনি দিতে থাকে। এদিকে তখন রক্তাক্ত বিহারী মাটিতে পড়ে কাতরাচ্ছেন।
কোনও মতে বাড়িতে খবর পৌঁছানোয় বাড়ির লোকেরা বিহারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে কেন এমন কাজ করেছিলেন বিহারী তা তিনি কাউকে জানাননি। শুধু এক কঠিন প্রার্থনা করেছিলেন তিনি মহাদেবের কাছে। তাই এই কাজ বলে জানান। যদিও পরিবারের দাবি, দুশ্চিন্তায় তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। তবে গ্রামবাসীরা মন্দিরে রক্তাক্ত বিহারীকে উদ্ধার না করে ভিডিও তোলেন। তা নেট দুনিয়ায় ভাইরালও হয়। কিন্তু তাকে যে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা দরকার, তা তাদের মনে হয়নি। বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছেন উত্তরপ্রদেশের ওই প্রৌঢ়।
–
–
–
–
–
–
–
–