সাধারণতন্ত্র দিবসে কলকাতা বিমানবন্দরে রহস্যময় মৃত্যু এক যাত্রীর!

0
3

রবিবার সাধারণতন্ত্র দিবসে(republic day)কলকাতা বিমানবন্দরে রহস্যময় মৃত্যু হল এক যাত্রীর। জানা গিয়েছে, গত ২৩ জানুয়ারি ইম্ফল থেকে শহরে এসেছিলেন এই যাত্রী। গত কয়েকদিন ধরেই তিনি কলকাতা বিমানবন্দর(kolkata airport)চত্বরে ঘুরে বেড়াচ্ছিলেন। রবিবার তাকে বিমানবন্দরে ঘুরতে দেখে প্রথমে তার চিকিৎসার ব্যবস্থা করে বিমানবন্দর কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপরেই কলকাতা বিমানবন্দরের ডিপারচার ফ্লাইওভার থেকে তিনি ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৩ জানুয়ারি একটি বেসরকারি বিমানসংস্থার বিমানে সন্ধ্যার সময় কলকাতায় আসেন তিনি।তার নাম ওম সিং। বয়স আনুমানিক (৫০)। তাকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় কিন্তু তারপর তিনি যে এমন কাণ্ড ঘটাবেন তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি কেউ।

আরও পড়ুন- অন্ধভক্তি! উত্তরপ্রদেশে যৌনাঙ্গ কেটে মহাদেবকে অর্পণ প্রৌঢ়ের