ফের বড় সাফল্য রাজ্য পুলিশের সাইবার সেলের গোয়েন্দাদের। নিউটাউনে ভুয়ো কল সেন্টারের হদিশ পেল গোয়েন্দারা। অভিযান চালিয়ে তিন মহিলা সহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ল্যাপটপ, মোবাইল ফোন ও সাইবার জালিয়াতিতে ব্যবহৃত সরঞ্জাম। হানা দিয়ে ৬২টি ল্যাপটপ ও ৪১টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
বিদেশি নাগরিকদের সফটওয়্যার সংক্রান্ত সহযোগিতা করার টোপ দিয়ে তারা প্রতারণা করত বলে অভিযোগ। সাইবার অপরাধ শাখার ডিআইজি অমিত রাঠৌর জানিয়েছেন, বিদেশের সঙ্গে যোগাযোগ রেখে যেহেতু কাজ চলত তাই মূলত রাতের দিকেই কাজ হত। প্রায় দেড় বছর ধরে চলছিল এই কাণ্ড। বিদেশি নাগরিকদের সম্পর্কে তথ্যসংগ্রহ করত প্রতারকেরা। বিভিন্ন উপায়ে জালিয়াতি করত তাঁরা। মূল পাণ্ডাকে গ্রেফতার করেছে পুলিশ। ৩০-৪০ জন কাজ করত ওই কল সেন্টারে।
আরও পড়ুন- অন্য নামে সিম কার্ড! সইফ-হামলাকারীর খোঁজে শিলিগুড়ি যাচ্ছে মুম্বই পুলিশ
_
_
_
_
_
_
_
_
_