অন্য নামে সিম কার্ড! সইফ-হামলাকারীর খোঁজে শিলিগুড়ি যাচ্ছে মুম্বই পুলিশ

0
2

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অদক্ষতায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বাংলাদেশ (Bangladesh) সীমান্তবর্তী এলাকা যে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য হয়ে গিয়েছে, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে মুম্বই পুলিশ (Mumbai Police)। সইফ আলি খানের (Saif Ali Khan) উপর হামলায় অভিযুক্ত হিসাবে যে শরিফুলকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ, তার মোবাইলের সিম কার্ডের সূত্র ধরে উঠে এসেছে উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের ঘটনা। এবার সেই সিমকার্ডের (sim card) সূত্রে শিলিগুড়িতে তদন্তে যাচ্ছে মুম্বই পুলিশ।

বাংলাদেশের বিএনপি নেতার ছেলে শরিফুল ইসলামের ভারতে অনুপ্রবেশের সূত্র খুঁজতে শহরে পৌঁছেছে মুম্বই পুলিশের সাত সদস্যের দল। তাঁদের লক্ষ্য শিলিগুড়ি। শরিফুলকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে তার মোবাইলে থাকা সিমকার্ডটি (sim card) শিলিগুড়ির (Siliguri) পানিট্যাঙ্কি এলাকার এক বাসিন্দার। সেই বাসিন্দার নাম খুকুমনি জাহাঙ্গির। এবার এই খুকুমনি জাহাঙ্গিরের খোঁজ চালাবে মুম্বই পুলিশ। শিলিগুড়ি থেকে সিমকার্ড সংগ্রহ করে মুম্বইয়ের উদ্দেশে যায় শরিফুল।

তদন্তকারীদের দাবি, শিলিগুড়ির (Siliguri) পানিট্যাঙ্কি এলাকার বাসিন্দার থেকে সিমকার্ড (sim card) কিনেছিল শরিফুল। সিমকার্ড কিনতে গেলে পরিচয়পত্র লাগে। সেক্ষেত্রে কী ভারতের ভুয়ো পরিচয়পত্রও বানিয়ে ছিল শরিফুল, তাও খুঁজে দেখবে মুম্বই পুলিশ। ইতিমধ্যেই ভারতের ভুয়ো পরিচয়পত্র দিয়ে বাংলাদেশের নাগরিকদের এদেশের বাসিন্দার স্বীকৃতি দেওয়ার বড়সড় চক্র ধরেছে বাংলার পুলিশ। ভুয়ো পরিচয়পত্র চক্রের সঙ্গেও শরিফুলের যোগ রয়েছে কিনা তাও দেখবেন তদন্তকারীরা। ইতিমধ্যেই রাজ্য পুলিশকে তদন্তে সাহায্যের আবেদন জানিয়েছে মুম্বই পুলিশ।