সাধারণতন্ত্র দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তায় কলকাতার রেড রোড, মোতায়েন ২৩০০ অতিরিক্ত বাহিনী

0
1

বাংলাদেশের সাম্প্রতিক হুমকি এবং অনুপ্রবেশের আবহে এবার কড়া নিরাপত্তায় ঢাকলো কলকাতার রেড রোড (Red Road)। আর কিছুক্ষণেই শুরু কুচকাওয়াজ। তার আগে নাকা চেকিং (Naka Checking) চলছে শহর জুড়ে। কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রে খবর, সাধারণতন্ত্র দিবসে (Republic day) কুচকাওয়াজ অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনা এড়াতে রেড রোড চত্বর এবং সংলগ্ন এলাকাজুড়ে ২৩০০ অতিরিক্ত বাহিনী মোতায়েন করা রয়েছে।

প্রত্যেক বছর ২৬ জানুয়ারি জঙ্গি আক্রমণের আশঙ্কায় একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করা হয়। আজ রেড রোডে নিরাপত্তায় ২৩০০ পুলিশ বাহিনী থাকার পাশাপাশি ২ জন অতিরিক্ত নগরপাল পদমর্যাদার আধিকারিক, ৪ জন জয়েন্ট সিপি, ২২ জন ডিসি এবং ৪৬ জন এসিপি পদমর্যাদার আধিকারিককে রাখা হয়ে হয়েছে। এছাড়াও থাকবেন ১১৯ জন ইন্সপেক্টর। এগারোটি ওয়াচ টাওয়ার, স্নিফার ডগ, বালির বস্তার বাঙ্কার, বম্ব স্কোয়াড তৈরি রাখা হয়েছে। রেড রোডের পাশাপাশি কলকাতার বিভিন্ন পর্যটন স্থান যেমন ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, মিউজিয়াম, তারামণ্ডল, ইকোপার্ক চত্বরে কড়া নজরদারি থাকছে।