প্রয়াত মালায়ালাম ছবির জনপ্রিয় পরিচালক, শফির মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে 

0
1

সাধারণতন্ত্র দিবসের সকালে দুঃসংবাদ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মালায়ালাম ছবির পরিচালক রাশেদ এমএইচের। শনিবার মধ্যরাতে কোচির একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি, বয়স হয়েছিল ৫৬ বছর। সকলের কাছে তিনি শফি নামেই পরিচিত ছিলেন। অভিনেতা বিষ্ণু উন্নিকৃষ্ণান তাঁর সোশ্যাল মিডিয়া পেজে এই খবরটি জানিয়েছেন। রাজসেনানের অধীনে সহকারী পরিচালক হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন শফি। প্রায় দশকের ফিল্মি ক্যারিয়ারে দশটি ছবি পরিচালনা করেছিলেন তিনি। তাঁর শেষ ছবি আনন্দম পরমানন্দম ২০২২ সালে মুক্তি পেয়েছিল। জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল দিনদশেক আগে। শেষ হলো সব লড়াই।

২০০১ সালে শফি পরিচালিত প্রথম সিনেমা ‘ওয়ান ম্যান শো (One Man Show) সকলের নজর কাড়ে। ব্যতিক্রমী গল্প বলতে ভালবাসতেন তিনি। হার্ট অ্যাটাক নিয়ে ১৬ জানুয়ারি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার রাত ১২টা ২৫ মিনিট নাগাদ প্রয়াত হন।পরিচালকের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সাধারণতন্ত্র দিবসের দিন কোচিন সার্ভিস কো-অপারেটিভ ব্যাঙ্ক হলে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো যাবে। বিকেলে শেষকৃত্য সম্পন্ন হবে। মালায়ালাম বিনোদন জগত থেকে অনেক তারকারাই তাঁদের প্রিয় শফি স্যারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।