লড়াই করেও হার মহামেডান স্পোর্টিং ক্লাবের । এদিন অ্যাওয়ে ম্যাচে মুম্বই সিটি এফসির কাছে ৩-০ গোলে হারল আন্দ্রে চেরনিশভের দল । তিন গোল হজম করল দ্বিতীয়ার্ধে । হাড্ডাহাড্ডি টক্করের গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচের প্রথম ৪৫ মিনিট।
বকেয়া বেতন সমস্যা মিটিছে মহামেডানের । তিনদিনের অনুশীলন সেরে মুম্বইয়ের ম্যাচে নামে সাদা-কালো ব্রিগেড । আর মাঠে নেমেই দুরন্ত লড়াই দেয় চেরনিশভের দল। যায় আক্রমণেও । তবে গোলের দরজা খুলতে পারেনি সাদা-কালো ব্রিগেড । তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় মুম্বই । যার ফলে ম্যাচের ৭২ মিনিট ১-০ গোলে এগিয়ে মুম্বই । আত্মঘাতী গোলে এগিয়ে যায় মুম্বই । ৭২ মিনিটে ক্ষমার অযোগ্য ভুল করেন ডিফেন্ডার গৌরব বোরা। শট ঠেকানোর জন্য বক্সের বাইরের দিকে বেরিয়ে এসেছিলেন গোলকিপার। কিন্তু বল বিপন্মুক্ত করার বদলে নিজের গোলেই হেড করেন গৌরব। এরপর ম্যাচের ৭৮ মিনিটে ২-০ এগিয়ে যায় মুম্বই । ৭৮ মিনিটে বাঁক খাওয়ানো শটে ছাংতের অনবদ্য গোল। মুম্বইয়ের তৃতীয় গোল হয় ৮৩ মিনিটে। মুম্বইয়ের হয়ে তৃতীয় গোলটি করেন ক্রোমা ।
আরও পড়ুন- ফের অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন সিনার, ফাইনালে হারালেন জেরেভকে
–
—
–
—
–
—
–
—
–
—