আইএসআই শীর্ষকর্তাদের বাংলাদেশ সফর নিয়ে এবার মুখ খুলল ভারত। শুক্রবার সাংবাদিক বৈঠকে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্টতই জানিয়েছিলেন, পুরো পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র।
শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশের অন্তবর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে পাকিস্তানের। সম্প্রতি বাংলাদেশের সামরিক বাহিনীর ৬ জন সেনাকর্তার একটি প্রতিনিধি দল ছ’দিনের পাকিস্তান সফর সেরে দেশে ফিরেছে।
এরই পাশাপাশি জানা গিয়েছে, ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তানের ৪ সদস্যের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল। এই সফর নিয়ে চূড়ান্ত গোপনীয়তা রক্ষার চেষ্টা করা হয়েছে দুই দেশেই। কিন্তু পাকিস্তানি প্রতিনিধি দলের এই সফরকে ভারতীয় সংবাদমাধ্যমের ‘ভুয়ো খবর’ বলে দাবি করেছে বাংলাদেশ ও পাকিস্তান।
আসলে বাংলাদেশের সেনাকর্তাদের পাক সফর নিয়েও যথেষ্ট গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। প্রতিনিধি দলটি ঢাকায় ফিরে আসার পর ইউনুস সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়, গত ১৩ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত পাকিস্তান সফরে গিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের নেতৃত্বে ৬ সেনাকর্তা।
–
–
–
–
–
–
–
–





























































































































