কর্তব্যপথে ট্যাবলা প্রদর্শনে বিজেপি রাজ্যকে গুরুত্ব, পিছিয়ে দেওয়া হলো বাংলাকে!

0
2

সাধারণতন্ত্র দিবসে (Republic day celebration) দিল্লির কর্তব্যপথে দেশের বিভিন্ন রাজ্যের ট্যাবলো প্রদর্শনেও কেন্দ্রীয় বঞ্চনার শিকার বাংলা (Deprived Bengal)! বিজেপি শাসিত রাজ্যকে গুরুত্ব দিয়ে পিছিয়ে দেওয়া হলো এরাজ্যের ট্যাবলো। তিন বছর পর পশ্চিমবঙ্গের ট্যাবলো রাজধানীতে প্রদর্শিত হওয়া নিয়ে উচ্ছসিত ছিলেন বাংলার মানুষ। কিন্তু কুচকাওয়াজের পরে একের পর এক রাজ্যের ট্যাবলো প্রদর্শন শুরু হতেই দেখা গেল উত্তরাখণ্ড, গুজরাট, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যকে প্রাধান্য দিয়ে একেবারে শেষের দিকে নিয়ে আসা হলো পশ্চিমবঙ্গের ট্যাবলো।

এদিন দিল্লির কর্তব্যপথে ভারতীয় সেনার শক্তি প্রদর্শন হল। উট সওয়ার বিএসএফ বাহিনীর কুচকাওয়াজের অভিনবত্ব থেকে শুরু করে দেশের তিন সামরিক বাহিনীর প্রদর্শন নজর কেড়েছে। আকাশপথে রাফাল, সুখই থার্টি, সি- ১৩০-এর প্রদর্শন হয়। সংস্কৃতি মন্ত্রকের বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠানেরও আয়োজন করা হয়। দেশের বিভিন্ন রাজ্যের বৈশিষ্ট্য নিয়ে তৈরি করা হয়েছে ট্যাবলো থিম। সেখানে শুরুতে দেখা গেল গোয়া, উত্তরাখণ্ডের ট্যাবলো। হরিয়ানার ট্যাবলোতে রাম -হনুমানের প্রদর্শন। এরপর একে একে ঝাড়খন্ড, গুজরাট, অন্ধপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার (নালন্দা বিশ্ববিদ্যালয়কে থিম করে এটি সাজানো হয়েছিল), মধ্যপ্রদেশ, ত্রিপুরা, কর্ণাটক এবং দিল্লির ট্যাবলো আসে। কিন্তু পশ্চিমবঙ্গ কই? অনুষ্ঠানের প্রায় শেষের দিকে কর্তব্যপথে বাংলার ট্যাবলো নিয়ে আসা হলো। সেখানে একদিকে যেমন দুর্গাশক্তি অন্যদিকে লক্ষ্মীর ভান্ডার প্রাপ্ত নারী ক্ষমতায়নের ছবি ফুটে উঠল। মন মাতল ছৌ নাচে, সঙ্গে বাউল-লোকসঙ্গীতের সুর। বাংলার মাটির টানে লোকসংস্কৃতির ছোঁয়ায় সাধারণতন্ত্র দিবসে দিল্লির কর্তব্যপথে নজর কাড়ল বাংলার ট্যাবলো। কিন্তু কেন সবার শেষে পশ্চিমবঙ্গকে জায়গা দেওয়া হলো? যদি অ্যালফাবেট ধরেই এই ট্যাবলো প্রদর্শনী সূচি নির্ধারিত হবে, তাহলে শুরুতে গোয়া বা উত্তরাখণ্ড কিংবা তারপর গুজরাট অথবা উত্তরপ্রদেশ আগে জায়গা পায় কীকরে?শনিবার পদ্ম পুরস্কার ঘোষণায় বাংলাকে বঞ্চনার ছবিটা স্পষ্ট হয়ে গেছিল। এবার দেশের ৭৬তম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানেও সেই একই ছবির পুনরাবৃত্তি।