৭৬-তম সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে নিজের বার্তা পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি লেখেন, ‘গণতন্ত্র, মর্যাদা এবং ঐক্য আমাদের শিকড়। সংবিধান তা নিশ্চিত করেছে। এই সংবিধান তৈরিতে অবদান রেখেন বহু পুরুষ ও মহিলা। সেই সংবিধান প্রণেতাদের আমার বিনম্র প্রণাম।’ পাশাপাশি সংবিধানের মর্যাদা রক্ষায় দেশের দায়িত্ব সম্পর্কেও বার্তা দেন তিনি। সরাসরি রাজনীতির কথা না বললেও যেভাবে তাঁর বক্তব্যে বারবার সংবিধান প্রসঙ্গ উঠে এসেছে তাকে কার্যত কটাক্ষ করে বর্তমান সরকারকে কাঠগড়ায় তুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সাধারণতন্ত্র দিবসেও বাদ গেলো না সংবিধান রাজনীতি।
শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মুখে শোনা গেছিল ‘এক দেশ এক নির্বাচন’ নীতি প্রসঙ্গ। তাঁর প্রতি কথায় মোদির বক্তব্যের ছাপ স্পষ্ট। বিরোধীদের মতে যেভাবে সংবিধানের একেকটা আইনকে নিজেদের মতো করে পরিচালনা করছে নিজেদের মতো করে পরিচালনা করছে বিজেপি, ইচ্ছে মত বদলে দিচ্ছে দেশের ইতিহাস – সেই সরকারের মুখে সংবিধানের মর্যাদা রক্ষার কথা শোভা পায় না। এদিন দিল্লির কর্তব্যপথে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি চলে যাওয়ার পর বেশ খানিকটা পথ হেঁটে অনুষ্ঠানমঞ্চের পাশে তৈরি সব গ্যালারির সামনে গিয়ে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন নরেন্দ্র মোদি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সব অনুষ্ঠানে সাধারণ মানুষের সঙ্গে খুব সহজেই মিশে যান, এদিন অনেকটা সেইরকমের চেষ্টা করতেই দেখা গেল কি ভারতের প্রধানমন্ত্রীকে? প্রশ্নের উত্তর না মিললেও সম্ভাবনার কথা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
–
–
–
–
–
–
–
–
–
–