রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মরত ক্যাজুয়াল, চুক্তিভিত্তিক এবং দৈনিক ভাতার কর্মীদের অবসর ভাতা পেতে আর অপেক্ষা করতে হবে না। অবসরের সঙ্গে সঙ্গেই তাঁরা যাতে এই টাকা পেতে পারেন, তার জন্য উদ্যোগী হয়েছে রাজ্যের অর্থ দফতর।
সম্প্রতি দফতর এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে সব দফতর এবং জেলা প্রশাসনকে জানানো হয়েছে, এবার থেকে ডিরেক্টরেট ও তার সমতুল সংস্থাগুলি এইচআরএমএসের মাধ্যমে ‘টার্মিনাল বেনিফিট’ (অবসরের সময় এককালীন অনুদান) পেতে অনলাইন আবেদন করতে পারবে। ডিরেক্টরেটের অধীনস্থ সংস্থাগুলির ডিরেক্টরের কাছ থেকে অনুমোদন নিলেই চলবে। অর্থ দফতর বা নিজের দফতর থেকে অনুমোদন নিতে হবে না। ডিরেক্টর নিজেই এই অনুমোদন দিতে পারবেন। এর ফলে সময় বাঁচবে। উপভোক্তা যেদিন অবসর নেবেন, সেদিনই এই অনুদান পেয়ে যাবেন। চুক্তিভিত্তিক, ক্যাজুয়াল ও দৈনিক ভাতার কর্মীরা অবসরের সময় এখন এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক অনুদান পান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই সুবিধে পাচ্ছেন তাঁরা। প্রথমে তাঁরা ৩ লক্ষ টাকা পেতেন। পরে মুখ্যমন্ত্রী তা বাড়িয়ে ৫ লক্ষ করেন। সরকারি কর্মীরা অনেক সুযোগ–সুবিধে পেলেও চুক্তিভিত্তিক, ক্যাজুয়াল কর্মীরা অবসরের সময় এতদিন পর্যন্ত কোনও সুযোগ–সুবিধে পেতেন না। তাই তাঁদের এই অনুদান দিতে উদ্যোগী হয়েছে রাজ্য। ফেডারেশনের প্রবীণ নেতারা রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন।
আরও পড়ুন- পদ্ম পুরস্কারে বিজেপি শাসিত রাজ্যের আধিক্য, গেরুয়া ঘনিষ্ঠতায় পুরস্কার কার্তিক- মমতাশঙ্করের!
_
_
_
_
_
_
_
_
_