কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে কী বললেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো ?

0
2

গতকাল ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে হয়ে ফেরে ইস্টবেঙ্গল এফসি। লাল-হলুদের হয়ে গোল দুটি করেন পিভি বিষ্ণু এবং হিজাজি মাহের। আর এই জয়ে খুশি ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। বললেন ফুটবলারদের লড়াকু মানসিকতার জন্য এই জয় পেয়েছি।

ম্যাচের পর অস্কার বলেন, “ শেষ কয়েক সপ্তাহে আমরা অনেক ভুগেছি। আমরা আইএসএলের কিছু সেরা ক্লাব যেমন এফসি গোয়া, মোহনবাগান এসজি এবং মুম্বই সিটি এফসির বিপক্ষে ভাল লড়াই করেছি। কিন্তু পয়েন্ট টেবিলের ক্ষেত্রে আমরা খালি হাতে ফিরেছি। তাই এই ম্যাচটি ছিল প্রতিরোধের একটি পরীক্ষা। ছেলেদের লড়াকু মানসিকতা প্রশংসনীয় ছিল। তবে দল মাঝমাঠে নিয়ন্ত্রণ বজায় রাখতে পেরেছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।“

এখানেই না থেমে অস্কার আরও বলেন, “হয়তো প্রথম ১০ মিনিটে আমরা একটু নড়বড়ে ছিলাম এবং শেষ ১৫ মিনিটে কেরালা ব্লাস্টার্স তাদের সমস্ত শক্তি দিয়ে আক্রমণ করেছিল। কিন্তু সামগ্রিকভাবে, আমি মনে করি ছেলেরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে এবং হ্যাঁ, এই ম্যাচ জিতে আমরা সত্যিই স্বস্তি পেয়েছি।“

এবার লাল-হলুদের সামনে মুম্বই সিটি এফসি। এই ম্যাচ নিয়ে সতর্ক ইস্টবেঙ্গল কোচ। তিনি বলেন, “প্রভাত লাকরা, মহম্মদ রকিপ, সাউল ক্রেসপো এবং আনোয়ার আলির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের নিয়ে অনিশ্চয়তা আছে। ওরা পরের ম্যাচে থাকতে পারবে কিনা, জানি না। তবে আমি বারবার বলি, আমাদের দল পয়েন্ট টেবলের এত নীচে থাকার যোগ্য নয়। এখনও ৭-৮টি ম্যাচ বাকি আছে। আমরা প্রমাণ করতে পারি যে, ইস্টবেঙ্গল এফসি এ বছর টেবলের তলানিতে নয়, বরং মাঝামাঝি অবস্থানে থাকতে পারে।“

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস