এক শ্রেণির স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের বারবার সাম্প্রতিক কালে অভিযোগ ও হেনস্থার শিকার হতে হয়েছে বিশেষ রাজনৈতিক দলের মদতপুষ্ট চিকিৎসকদের মিথ্যা অভিযোগের কারণে। আদালত পর্যন্ত অনেক ক্ষেত্রে জল গড়ানোর পর প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে জুনিয়র-সিনিয়র চিকিৎসকদের একাংশকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছিল। স্বাস্থ্যক্ষেত্রে সকলের সমান বক্তব্য ও অধিকার পেশের বিষয়টিকে সামনে রাখতে ও অন্ধ রাজ্য সরকার বিরোধিতাকে প্রতিহত করতে চিকিৎসকরাই নিজেদের নতুন সংগঠন তৈরির সিদ্ধান্ত নেন। সংগঠন নিয়ে সোমবার বিস্তারিত জানাবেন রাজ্যের মন্ত্রী তথা চিকিৎসক শশী পাঁজা (Shashi Panja)। তবে এর সঙ্গে শাসকদলের কোনও সম্পর্ক নেই বলে জানানো হয় দলের তরফে।
স্বাস্থ্য পরিষেবার উন্নয়নই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) একমাত্র লক্ষ্য। সেখানেই রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার জন্য রাজ্যে নতুন সংগঠন তৈরি হচ্ছে। এই সংগঠনের নাম হবে ‘প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন’ (Progressive Health Association)। সোমবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের কথা ঘোষণা করবেন মন্ত্রী চিকিৎসক শশী পাঁজা (Shashi Panja)। তাঁকে প্রেসিডেন্ট রেখেই সংগঠনের রূপরেখা তৈরি হচ্ছে। বাকি পদাধিকারীদের নাম সোমবার ঘোষণা করবেন তিনি।
সংগঠন সূত্রের খবর, স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলেই এই সংগঠনের সদস্য হতে পারবেন। সরকারি-বেসরকারি ক্ষেত্রের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী-সহ চিকিৎসা ব্যবস্থার সঙ্গে জড়িত সকলেই সদস্য হতে পারবেন। তবে রাজ্যের মন্ত্রী এই সংগঠনের শীর্ষে থাকলেও তৃণমূলের তরফ থেকে এই বিষয়ে কোনও বক্তব্য নেই বলে জানান দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, আর জি করের অভিজ্ঞতা চিকিৎসকদের অনেক সংগঠনই সরকারের ভালো দিকটি প্রতিষ্ঠা করতে ও কুৎসাকারীদের প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে কেউ যদি নিজের মতো স্বাধীনভাবে কোনও সংগঠন তৈরি করতে চান করতেই পারেন।
–
–
–
–
–
–
–
–