স্বাস্থ্য ব্যবস্থাকে বিকল করে দিয়ে মাসের পর মাস আন্দোলনের নামে নিজেদের আখের গোছানোর কাজ করেছেন বেশ কিছু সিনিয়র ও জুনিয়র চিকিৎসক। আন্দোলনের সেই সব মুখ বা পিছন থেকে মদতদাতারা আদৌ সাধারণ মানুষের পরিষেবা দিতে সদিচ্ছা রাখেন তা নিয়ে আগেই খোদ মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন। এবার এই সব জুনিয়র চিকিৎসকদের কার্যক্রম পরীক্ষা শুরু রাজ্য মেডিক্যাল কাউন্সিলের। পিজিটি (PGT) কিঞ্জল নন্দর (Kinjal Nanda) উপস্থিতি ও অন্য পেশায় যোগ নিয়ে আর জি কর অধ্যক্ষকে চিঠি দিয়ে তথ্য দাবি করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল (State Medical Council)।
আর জি কর থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ – রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে দুর্বল করার কোনও অপচেষ্টা মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মতো মেদিনীপুরের অভিযুক্ত চিকিৎসকদের সাসপেন্ড করেও শুরু হয়েছে সিআইডি (CID) তদন্ত। শুক্রবার হিমাদ্রি নায়েক এবং দিলীপ পাল নামে দুই সিনিয়র চিকিৎসককে ডেকে জেরা করা হয়। একইভাবে আর জি করের আন্দোলনের সময় সরকারি হাসপাতালে চিকিৎসা না দিয়ে আন্দোলন বা ব্যক্তিগত নাম-অর্থ রোজগারে যারা মন দিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধেও এবার কড়া রাজ্য মেডিক্যাল কাউন্সিল।
আর জি কর হাসপাতাল (R G Kar Medical College and Hospital) অধ্যক্ষকে চিঠি দিয়ে মেডিক্যাল কাউন্সিলের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে একজন পিজিটি হিসাবে স্টাইপেন্ড (stipend) কত পান কিঞ্জল নন্দ। তার উপস্থিতির হার কত, তা ৮০ শতাংশের বেশি কিনা, তাও জানতে চাওয়া হয়েছে। সেই সঙ্গে সিনেমা, বিজ্ঞাপনে অভিনয়ের জন্য অনুমতি চেয়েছিল কিনা সেই প্রশ্নও করা হয়েছে অধ্যক্ষের (Principal) কাছে। অভিনয় করার জন্য তার সঠিক এনওসি (NOC) ছিল কিনা তা জানতে চাওয়া হয়েছে। অধ্যক্ষের পাশাপাশি কিঞ্জলের বিভাগীয় প্রধান (HoD) ও মেডিক্যাল কলেজের অ্যাকাউন্টেন্টের কাছে এই একই প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে।
এর আগেও আর জি কর আন্দোলনের সময় অভিনয় করা নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন কিঞ্জল। আন্দোলনের প্রতিবাদী মুখকে নিজের ছবির প্রচারে ব্যবহার করার অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে। আদতে সেই সব অভিযোগের ভিত্তি কতটা, মেডিক্যাল কাউন্সিলের (State Medical Council) প্রশ্নের উত্তরে তা অনেকটাই স্পষ্ট হবে। রাজ্য মেডিক্যাল কাউন্সিল এই প্রশ্ন স্বাস্থ্য দফতর ও নবান্নেও পাঠিয়েছে। আশা করা যায়, উত্তর পেলেও স্বাস্থ্য দফতর ও রাজ্য সরকারকে তথ্য পেশ করবে কাউন্সিল।
–
–
–
–
–
–
–