সাধারণতন্ত্র দিবসে কলকাতায় দেখা যাবে রোবোটিক মিউলস বা রোবোটিক খচ্চরের। চলতি বছরের ১৫ জানুয়ারি প্রথমবার পুনেতে ভারতীয় সেনাবাহিনীর এই রোবোটিক মিউলস আর্মি ডে প্যারেডে প্রদর্শন করেছিল। এই রোবোটিক মিউলস প্রতিকূল আবহাওয়ায় এবং পরিবর্তনশীল প্রাকৃতিক ভূখণ্ডে কাজ করতে পারে। রোবোটিক মিউলস, ২০২৪ সালের জুন মাসে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
রোবোটিক মিউলস কী কী করতে পারে
* রিয়েল-টাইম ভিডিও এবং দ্বিমুখী অডিও রিলে করতে পারে
* প্রাক-প্রোগ্রাম করা টহল রুটে কাজ করতে পারে
* সিঁড়ি বেয়ে উঠতে, খাড়া ঢালে নেভিগেট করতে এবং -৪০ ডিগ্রি থেকে +৫৫ ডিগ্রি পর্যন্ত চরম তাপমাত্রায় কাজ করতে সক্ষম
* প্রতিটি ইউনিট ১৫ কিলোগ্রামের একটি পেলোড বহন করতে পারে
কম্পিউট বক্স, ব্যাটারি, সামনের সেন্সর হেড, রিয়ার সেন্সর হেড এবং পা দিয়ে তৈরি রোবোটিক মিউলস। একইসঙ্গে এর মধ্যে রয়েছে ক্যামেরার সাহায্যে প্রতিবন্ধকতা এবং এড়িয়ে চলা সেন্সিং, সীমিত জায়গায় নেভিগেশন এবং কমপক্ষে দু’ঘন্টা একটানা অপারেশন। রোবোটিক মিউলসের মধ্যে রয়েছে ঘের নিরাপত্তা, সম্পদ সুরক্ষা, রাসায়নিক, জৈবিক, রেডিওলজিক্যাল, নিউক্লিয়ার এবং এক্সপ্লোসিভ (CBRNE) অপারেশন, এক্সপ্লোসিভ অর্ডন্যান্স ডিসপোজাল (EOD), এবং বুদ্ধিমত্তা, নজরদারি এবং রিকনেসান্স (ISR)।
আরও পড়ুন- একনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম
–
—
–
—
–
—
–
—
–