সরকারি হাসপাতালে কাজের সময় অন্য নার্সিংহোমে সময় দেওয়া, হাসপাতালের কাজে কর্মবিরতির ডাক দিয়ে স্বাস্থ্যসাথী কার্ডে অন্য জায়গায় রোগী দেখা, অস্ত্রোপচার- সরকারি চিকিৎসকদের একাংশের এই বেনিয়ম নজরে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার তাঁদের কাজে সময়ানুবর্তিতা আনতে কঠোর ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। সরকারি স্বাস্থ্য ক্ষেত্রের ডাক্তাররা নিয়ম মেনে নির্ধারিত সময় ডিউটি করছেন কিনা তা দেখতে কেন্দ্রীয় ভাবে নজরদারি চালানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর (Health Department)।
- রাজ্যের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডাক্তারদের আগামী এক মাসের ডিউটি রোস্টার চেয়ে পাঠানো হয়েছে।
- স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়মিত সারপ্রাইজ ভিজিট করা হবে বলে জানা গিয়েছে।
আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তার-পড়ুয়ার ধর্ষণ-খুনেক ঘটনা থেকে সদ্যe মেদিনীপুর মেডিক্যা ল কলেজের স্যা লাইন কাণ্ড- বারবার সরকারি হাসপাতালে চিকিৎসকদের (Doctor) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, সরকারি চিকিৎসক ও স্বাস্থ্য আধিকারিকরা নিয়ে মেনে ডিউটি করছেন না। অনেক সরকারি চিকিৎসক (Doctor) হাসপাতালে ডিউটির সময় কোনও বেসরকারি হাসপাতাল বা প্রাইভেট চেম্বারে রোগী দেখছেন। আর জি কর আন্দোলনের সময়ও এই অভিযোগ উঠেছিল। মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রসূতি মৃত্যুতেও একই অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী স্বয়ং সরকারি হাসপাতালের চিকিৎসকদের নিয়ম মেনে আট ঘণ্টা ডিউটি করার নির্দেশ দিয়েছেন। তারপরও বারবার সরকারি হাসপাতালের ডাক্তারদের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের ভিত্তিতেই এবার কড়া পদক্ষেপ রাজ্যেরর স্বাস্থ্যক দফতরের।
–
–
–
–
–
–
–