ঘোষিত হল ২০২৫ সালের পদ্ম পুরস্কার(Padma Shri 2025 Award List)। তালিকায় বিজেপি শাসিত রাজ্যের আধিক্য স্পষ্ট। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ২৫ জানুয়ারি কেন্দ্রীয় সরকারের তরফে পদ্মশ্রী (Padma Shri) প্রাপকদের যে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে বাংলা থেকে সম্মানিত ৫৭ বছর বয়সী ঢাকি গোকুলচন্দ্র দাস (Gokul Chandra Das)। একটা সময় ঢাক বাজানো শুধুমাত্র পুরুষদের পেশা বলে মনে করা হতো। কিন্তু গোকুল ঢাকি এই সৃজনশীল কাজে মহিলাদের দক্ষতাকে সবার সামনে তুলে ধরেছেন। আজ ঢাক বাদ্যে যেভাবে বাংলার মেয়েরা সকলের মন জয় করছেন তাতে গোকুল চন্দ্রের অবদান অনস্বীকার্য। সেই কারণেই তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি তাঁর নিজের প্রতিভাকেও সম্মান জানানো হয়েছে। চলতি বছর পদ্মশ্রী পাচ্ছেন অরিজিৎ সিং এবং মমতা শঙ্করও। সম্মানিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার।
শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় সরকারের তরফে পদ্মশ্রী প্রাপকদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে গোয়ার স্বাধীনতার সংগ্রামী থেকে কুয়েতের যোগা প্রশিক্ষকের নাম রয়েছে। গোয়ার ১০০ বছরের স্বাধীনতা সংগ্রামী লিবিয়া লোবো সরদেশাই এবং কুয়েতের যোগা প্রশিক্ষক শাইখা এল জে আল সাবাহাকে পদ্মশ্রীকে পুরস্কারে ভূষিত করা হয়েছে।
এক নজরে ২০২৫ সালের পদ্মশ্রী প্রাপকদের প্রাথমিক তালিকা
• এল হ্যাঙ্গথিং (নাগাল্যান্ড)
• হরিমান শর্মা (হিমাচল প্রদেশ)
• জুমদে ইয়মগাম গামলিন (অরুণাচল প্রদেশ)
• জয়নাচরণ পাথারি (অসম)
• নরেন গুরুং (সিকিম)
• শাইখা এল জে আল সাবাহা (কুয়েত)
• গোকুলচন্দ্র দাস (পশ্চিমবঙ্গ)
• অরিজিৎ সিং (পশ্চিমবঙ্গ)
• মমতা শংকর (পশ্চিমবঙ্গ)
• তেজেন্দ্র নারায়ন মজুমদার
• নির্মলা দেবী (বিহার)
• ভীম সিং ভাবেশ (বিহার)
• রাধা বাহিন ভট্ট (উত্তরাখণ্ড)
• সুরেশ সোনি (গুজরাট)
• পণ্ডি রাম মান্ডাবি (ছত্তিশগড়)
• জোনাস ম্যাসেট (ব্রাজিল)
• জগদীপ জোশিলা (মধ্যপ্রদেশ)
• হরবিন্দর সিং (হরিয়ানা)
• ভীরু সিং চৌহান (মধ্যপ্রদেশ)
• ভেঙ্কাপ্পা আম্বাজি সুগেটেকার (কর্ণাটক)
• পি দত্তাচানামূর্তি (পুদুচেরি)
• নীরজা ভাটলা (দিল্লি)
• কলিন গ্যান্টজার (উত্তরাখণ্ড)
• হিউজ গ্যান্টজার (উত্তরাখণ্ড)
• মারুতি ভুজঙ্গরাো চিত্তমপল্লি (মহারাষ্ট্র)
• বাটুল বেগম (রাজস্থান)
আরও পড়ুন- পথ দুর্ঘটনায় রাশ টানতে উদ্যোগ! ড্রাইভিং ট্রেনিং সেন্টার গড়ে তুলছে রাজ্য
_
_
_
_
_
_
_
_