নিজের অবসর নিয়ে মুখ খুললেন জোকোভিচ, কী বললেন জোকার ?

0
2

গতকাল অস্ট্রেলিয়ান ওপেন থেকে চোটের কারণে সরে দাঁড়ান নোভাক জোকোভিচ। এরপরই জল্পনা ছড়ায় জোকারের অবসর নিয়ে। তবে সেই জল্পনাকে উড়িয়ে দিলেন জোকোভিচ নিজেই।

নিজের অবসর প্রসঙ্গ নিয়ে জোকার বলেন, “ চোট কতটা চিন্তার, তা আমি জানি না। এমন নয় যে আমি এটা নিয়ে খুব চিন্তা করছি। এখন প্রতিটা গ্র্যান্ড স্ল্যামই হয়ে গিয়েছে যে, আমি চোট পাব, না কি পাব না। শেষ দু’বছরে পরিসংখ্যান আমার পক্ষে নেই। সত্যিই আমি শেষ কয়েক বছরে বেশি চোট পাচ্ছি। কী কারণ জানি না। হয়তো একাধিক কারণ আছে। তবে আমি খেলা ছাড়ছি না। আরও গ্র্যান্ড স্ল্যাম জেতার জন্য নামব। যে দিন মনে হবে সব কিছু তুলে রাখি, সে দিন ছেড়ে দেব।“

গতকাল অস্ট্রলিয়ান ওপেনের সেমিফাইনালে নেমেছিল জোকার। কিন্তু প্রথম সেট হারের পর অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ান জোকোভিচ। জানা যায়, শুক্রবার পায়ের পেশি ছিঁড়ে যায় জোকোভিচের। যে কারণে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে অ্যালেক্সান্ডার জেরেভের বিরুদ্ধে প্রথম সেটে হেরে যাওয়ার পরেই ম্যাচ ছেড়ে দেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।

আরও পড়ুন- কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে কী বললেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো ?