রঞ্জিতে লজ্জার হার বাংলার, হরিয়ানার কাছে হারল ২৮৪ রানে

0
3

রঞ্জিট্রফিতে লজ্জার হার বাংলার। এদিন হরিয়ানার কাছে হারল ২৮৪ রানে। ব্যর্থ গেল সুরজ সিন্ধু জসওয়ালের ৫ উইকেট। জয়ের জন্য বাংলার দরকার ছিল ৩৬৯ রানের। তবে দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৫ রানেই শেষ হয়ে যায় বাংলার ইনিংস। এই হারের ফলে এক ম্যাচ বাকি থাকতেই রঞ্জি থেকে বিদায় নিল বঙ্গ ব্রিগেড।

প্রথম ইনিংসে ১৫৭ রান করে হরিয়ানা । জবাবে ব্যাট করতে নেমে ১২৪ রানে শেষ হয় বাংলার ইনিংস। বাংলার হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন অভিষেক পোড়েল। ২০ রান করেন সুদীপ ঘরামী। ঋদ্ধিমান সাহা করেন ৮ রান। ২ রান করেন অনুষ্টুপ মজুমদার। হরিয়ানার হয়ে ৬ উইকেট নেন অনুজ ঠাকরাল। ২ উইকেট নেন সুমিত কুমার। ১ টি করে উইকেট নেন অনষলু কাম্বোজ এবং অজিত চ্যাহাল। প্রথম ইনিংসে ৩২ রানে লিড পায় হরিয়ানা।

জবাবে ব্যাট করতে দ্বিতীয় ইনিংসে ৩৩৬ রান করে হরিয়ানা। হরিয়ানার হয়ে দুরন্ত ব্যাটিং করেন হিমাংশু রানা এবং নিশান্ত সিন্ধু। নিশান্ত করেন ৮০ রান। ৭২ রান করেন হিমাংশু। ৩৮ রান করেন লক্ষ্য। বাংলার হয়ে দ্বিতীয় ইনিংসেও দাপুটে বল করেন সুরজ। ৫ উইকেট নেন তিনি। ৩ উইকেট নেন মহম্মদ কাইফ। ২ উইকেট নেন মুকেশ কুমার।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮৫ রানে গুটিয়ে যায় বাংলার ইনিংস। বাংলার হয়ে সর্বোচ্চ রান ঋদ্ধিমানের। ২৫ রানে অপরাজিত পাপালি। ২১ রান করেন অঙ্কিত। হরিয়ানার হয়ে ৪ টি করে উইকেট নেন অনষুল কাম্বোজ এবং অনুজ। ২ উইকেট নেন অজিত ।

আরও পড়ুন- সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ম্যাডিসন কিজ