খো খো বিশ্বকাপ জয় করে ঘরে ফিরলেন বাংলার সুমন বর্মন। ফুল মালা বাজনায় সুমনকে বরন করল এলাকাবাসী। চুঁচুড়া মিলন পল্লীর দিন মজুরের ছেলে সুমন বিশ্বকাপ জিতেছে। খুশি পরিবার প্রতিবেশীরা। কষ্ট করে সুমনকে বড় করেছে মা বাবা। এবার তাদের কষ্ট লাঘব করতে একটা চাকরি চায় সুমন। পাশাপাশি জানালেন খো খো নিয়ে অনেক দূর এগোতে চান তিনি।
১৩-১৯ জানুয়ারী দিল্লীর ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসেছিল প্রথম খো খো বিশ্বকাপের আসর। পুরুষ বিভাগে ২০ দেশ মহিলাদের ১৯ দেশ অংশ নেয়। ভারতের পুরুষ ও মহিলা দুই দলই বিশ্ব চ্যাম্পিয়ন হয়। বাংলা থেকে খো খো বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পান হুগলি মিলন পল্লীর সুমন বর্মন । ফাইনালে তার পারফরম্যান্স ভালো ছিল। তার পাড়ার ক্লাব বাঘাযতিন মাঠে জায়ান্ট স্ক্রিন বসিয়ে খেলা দেখে বন্ধু প্রতিবেশীরা।
একটা দশ ফুট বাই দশ ফুট ঘরে পাঁচ জনের পরিবার সুমনদের। ছেলেকে ঠিকমত খেতে দিতে পারেননি। সেই ছেলেই বিশ্বকাপ জিতে ফিরেছে। খুশি বাবা মা। খো খো কে নিয়ে আরো এগোতে বিশ্বকাপ জয়ী সুমন। তবে পাশাপাশি চায় একটা চাকরি। কারণ পরিবারের দাঁড়াতে আর কোন উপায় নেই বিশ্বকাপজয়ী সুমনের কাছে।
আরও পড়ুন- ঘোষণা আইসিসি ২০২৪ একদিনের ক্রিকেটের সেরা একাদশ, নেই কোন ভারতীয় ক্রিকেটার
–
—
–
—
–
—
–
—
–