ফের জঙ্গলমহলে বাঘের (Tiger) আতঙ্ক। জিনাত ও তার ‘প্রেমিকে’র চলে যাওয়ার পরে ফের শুক্রবার নতুন করে ঝাড়গ্রামের (Jhargram) বেলপাহাড়ি এবং বাঁকুড়ার (Bankura) রানিবাঁধে বাঘের আতঙ্ক তৈরি হয়েছে। আগের বাঘ চলে যাওয়ার কথা নিশ্চিত করেছিলেন রাজ্যের দুই বনকর্তা। ফের বাঘের পায়ের ছাপ দেখায় আতঙ্ক ছড়িয়েছে।
জিনাতের পর যে বাঘ বাংলায় ঢুকেছিল, সেটি গত সোমবার ভোরেই রাইকার ঘাঁটিহুলির জঙ্গল থেকে ঝাড়খণ্ডের (Jharkhand) গালুডির দিকে রওনা দিয়েছিল। কিন্তু এদিন ফের বাঁকুড়ার রানিবাঁধের বাঘডুবি এলাকার এক অঙ্গনওয়াড়ি কর্মী ‘পাগমার্ক’ দেখতে পান বলে খবর। জঙ্গলের (Jungle) ভিতরে একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে বলে জানান স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়েছেন বনকর্মীরা। পুরুলিয়ার বান্দোয়ানের থেকে বাঘটি বাঁকুড়ার দিকে চলে এসেছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবর: #Sebaashray: বিষ্ণুপুরে বিরল রোগাক্রান্ত শিশুদের পরিবারকে সহায়তার আশ্বাস অভিষেকের
মুখ্য বনপাল (সেন্ট্রাল সার্কেল) এস কুলানডেইভাল বলেন, “গতকাল রাতে সম্ভবত ওই রাস্তা দিয়ে গিয়েছে বাঘটি। ঝাড়খণ্ডে হাতি তাড়ানোর অভিযান চলছে। সেই কারণেই মনে হয় বাঘ এই রাস্তা দিয়ে ঘুরে ঝাড়গ্রামে ফিরেছে।“ ওই পাগমার্ক পুরোনো হতে পারে বলেও জানিয়েছেন মুখ্য বনপাল।
পাশাপাশি ঝাড়গ্রামের বেলপাহাড়ির কাঁকড়াঝোড়ের কাছেও নতুন করে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়ায় আতঙ্ক ছড়ায়। বন দফতরে খবর দেন স্থানীয়রা। ইতিমধ্যেই মাইকে এলাকায় সতর্কতামূলক প্রচার শুরু হয়েছে। সোমবার যে বাঘটি (Tiger) ঝাড়খণ্ডের ঘাটশিলার কালঝোরা এলাকায় ছিল, সেটির ফিরে আসার প্রবল সম্ভাবনা ছিল বলে আগেই জানিয়ে ছিল বন দফতর। সেটাই হয়েছে কি না খতিয়ে দেখছেন বনকর্মীরা।
–
–
–
–
–
–
–